ফাইনালে উঠে শিরোপা না জেতা অর্থহীন: বুফ্ফন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2017 01:47 PM BdST Updated: 10 May 2017 06:00 PM BdST
দুইবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার খুব কাছাকাছি এসে খালি হাতে ফেরার দুঃখ এবার ভুলতে চাইছেন জানলুইজি বুফ্ফন। ইউভেন্তুসের এই অভিজ্ঞ গোলরক্ষক সতীর্থদের মনে করিয়ে দিয়েছেন, শেষ হিসাবটা-ফাইনালে উঠে শিরোপা না জেতা অর্থহীন।
গত মঙ্গলবার সেমি-ফাইনালে দ্বিতীয় লেগে নিজেদের মাঠে মোনাকোকে ২-১ গোলে হারায় ইউভেন্তুস। দুই লেগ মিলিয়ে ৪-১ অগ্রগামিতায় কার্ডিফের ফাইনালে উঠেছে সেরি আর শিরোপাধারীরা।
ইউভেন্তুসের হয়ে ২০০৩ সালে এসি মিলানের কাছে এবং ২০১৫ সালে বার্সেলোনার কাছে হেরে স্বপ্ন ভাঙে বুফ্ফনের। চলতি প্রতিযোগিতায় টানা ১২ ম্যাচ হারের স্বাদ পায়নি ইউভেন্তুস, যেটা ক্লাবটির ইতিহাসে রেকর্ড।
বুফ্ফনেরও স্বপ্ন সাফল্যের ধারাবাহিকতায় থেকে দলকে ইউরোপ সেরার তৃতীয় মুকুট এনে দেওয়ার। মিডিয়াসেট প্রিমিয়ামকে মোনাকোর বিপক্ষে ফিরতি লেগ নিয়েও কথা বলেন তিনি।
“যখন আপনার সঠিক মানসিকতা থাকবে, তখন আপনি ওই বাধাগুলো অতিক্রম করতে পারবেন। আমরা ফাইনালে, কিন্তু এখন (শিরোপা না জিতলে) ফাইনালে পৌঁছানোটা কিছু না।”
বার্সেলোনার কাছে দুই বছর আগে হেরে যাওয়া বুফ্ফন ৩৯ বছর বয়সে এসে আরেকটি ফাইনালে মঞ্চে। ইতালির হয়ে বিশ্বকাপ জেতা এই গোলরক্ষক জানালেন তিনি নিজেও ভাবেননি এতটা।
“আমি খুব খুশি, কেননা, আমি এখানে ভালো অবস্থায় এসেছি। আমি যদি বড় একটা দলে এবং দারুণ এই সতীর্থের সঙ্গে না থাকতাম, তাহলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কখনই ফিরতে পারতাম না।”
“দুই বছর আগে সবাই ধারণা করেছিল এটাই আমার শেষ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল এবং আমিও তাই ভেবেছিলাম। কিন্তু আপনাকে নিজের স্বপ্নটাকে বিশ্বাস করে যেতে হবে।”
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
ইউভেন্তুস থেকে আতলেতিকোয় ফিরলেন মোরাতা
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’
- পদ্মা সেতুতে আবেগাপ্লুত ভারতের পর্যটক
- ‘হিরোগিরি দেখাতে গিয়ে’ শিক্ষক খুনের আসামি জিতু রিমান্ডে