‘রিয়ালের এই দল সবচেয়ে পরিপূর্ণ’

রিয়াল মাদ্রিদের বর্তমান দল ক্লাবের ইতিহাসে সবচেয়ে পরিপূর্ণ দলগুলোর একটি বলে মনে করেন সের্হিও রামোস। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগ খেলার আগে নিজ দলের শক্তির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2017, 03:29 PM
Updated : 9 May 2017, 03:29 PM

ভিসেন্তে কালদেরনে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় মুখোমুখি হবে মাদ্রিদ শহরের দল দুটি।

দারুণ ফর্মে আছেন রিয়ালের খেলোয়াড়রা। দলটির শুরুর একাদশে নিয়মিত জায়গা পাননা আলভারো মোরাতা, হামেস রদ্রিগেস, মার্কো আসেনসিও ও ইসকোর মতো তারকারা। কিন্তু সুযোগ পেলেই মুগ্ধতা ছড়াচ্ছেন তারা।

আতলেতিকোর বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রামোস বলেন, “এটা আমাদের সবচেয়ে পরিপূর্ণ দলগুলোর একটি। বছরের পর বছর ধরে বিশ্বের সেরা খেলোয়াড়ের অনেককেই আমরা পেয়েছি এবং এখনও এর ব্যতিক্রম হয়নি।”

“আমাদের খেলোয়াড় ১১ জনই নয়; আমাদের ২৪, ২৫ জন খেলোয়াড় আছে যারা দলে জায়গা পেতে চাপ দেয়। যারা কম খেলেও তারাও ভালো করে। তারা প্রস্তুত ও এগিয়ে আসতে সমর্থ হওয়ায় আমরা উপকৃত হচ্ছি।”

ক্রিস্তিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে প্রথম লেগে ৩-০ গোলের বড় জয় নিয়ে ফাইনালের পথে অনেকটা এগিয়ে আছে লা লিগাতেও শিরোপা লড়াইয়ে এগিয়ে থাকা রিয়াল। ফিরতি লেগ নিয়ে তেমন কোনো উদ্বেগ নেই তাদের।

রামোস বলেন, “আমরা কোনো চাপ অনুভব করছি না। ব্যাপারগুলো আমাদের নিজেদের হাতে। আমরা দুটি শিরোপা জিততে পারি এবং এটা করতে আমরা আমাদের সেরাটা করবো।”