গোলে সহায়তায় রেকর্ড ফাব্রেগাসের

মিডলসবরোর বিপক্ষে চেলসির জয়ে সতীর্থ দিয়েগো কস্তাকে একটি গোল করিয়ে দারুণ এক রেকর্ড গড়েছেন সেস্ক ফাব্রেগাস। প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগের ছয়টি ভিন্ন আসরে ১০টি করে ‘অ্যাসিস্ট’ করার কীর্তি গড়েছেন তিনি। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2017, 10:18 AM
Updated : 9 May 2017, 10:18 AM

পাঁচটি মৌসুমে ১০টি করে অ্যাসিস্ট নিয়ে রায়ান গিগস ও ওয়েন রুনির সঙ্গে ছিলেন ফাব্রেগাস। ইংল্যান্ডের এই দুই খেলোয়াড়কে ছাড়িয়ে এবার রেকর্ডটি নিজের করে নিলেন স্পেনের এই মিডফিল্ডার। 
 
মিডলসবরোর বিপক্ষে স্বদেশি দিয়েগো কস্তাকে দিয়ে প্রথম গোলটি করানোর মধ্য দিয়ে এই কীর্তি গড়েন ফাব্রেগাস। ২৩তম মিনিটে তার উঁচু করে বাড়ানো বল ধরে ছয় গজ বক্সে ঢুকে গোলরক্ষকের দু-পায়ের ফাঁক দিয়ে জালে জড়ান কস্তা।
 
পরে মার্কোস আলোনসো ও নেমানিয়া মাতিচ গোল করলে ৩-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ আন্তোনিও কোন্তের দল।
 
শেষ তিন ম্যাচের একটি জিতলেই শিরোপা পুনরুদ্ধার করবে ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা।