প্রথা ভেঙেছে এমএসএন: এনরিকে

ভিয়ারিয়ালকে গুঁড়িয়ে দেওয়ার পর আবারও মৌসুমে ১০০ গোলের মাইলফলক ছোঁয়া এমএসএন ত্রয়ীর প্রশংসায় পঞ্চমুখ হলেন লুইস এনরিকে। বার্সেলোনার কোচের মতে, লিওনেল মেসি, লুইস সুয়ারস ও নেইমাররা প্রচলিত প্রথা ভেঙে দিয়ে দেখিয়েছে এক দলে একাধিক তারকা একসঙ্গে খেলে পার্থক্য গড়ে দিতে পারে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2017, 06:12 AM
Updated : 7 May 2017, 06:12 AM

শনিবার লা লিগায় ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারায় বার্সেলোনা। দলের জয়ে মেসি দুটি, সুয়ারেস ও নেইমার একটি করে গোল করেন। এ নিয়ে তিন তারকা চলতি মৌসুমে গোলের সেঞ্চুরি পূরণ করলেন।

ম্যাচ শেষে এনরিকে বলেন, “কয়েক বছর আগেও প্রতি দলে একজন করে তারকা ছিল। এখানে নেইমারকে নিয়ে আসার সুযোগ এল এবং সমালোচনাও উঠল-এক দলে দুই তারকা থাকতে পারে না। এখন সেখানে তিন জন (তারকা), তারা বিশ্বসেরা।”

ভিয়ারিয়ালের বিপক্ষে চোখ ধাঁধানো ড্রিবলিং করা নেইমারের আলাদাভাবে প্রশংসা করেছেন এনরিকে।

“ফুটবলের একটা অর্থ তার কাছে আছে, যেটা যে কারো থেকে পুরোপুরি আলাদা, এমনিকে যে কোনো ব্রাজিলিয়ানের চেয়ে আলাদা।”

“ফুটবলকে সে একটা শিল্প হিসেবে জানে। তার প্রতিটা ড্রিবল দেখার জন্য আমি সময় দিতে পারি না, কিন্তু এটা দেখাটা দারুণ আনন্দের।”