জাতীয় হকির শেষ আটে সেনাবাহিনী ও ঢাকা জেলা

রংপুর জেলাকে গোলবন্যায় ভাসিয়ে জাতীয় হকি চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেরা আটে জায়গা করে নিয়েছে ঢাকা জেলাও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2017, 03:07 PM
Updated : 4 May 2017, 03:07 PM

টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ৩ নম্বর গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠা সেনাবাহিনী আগের দুই ম্যাচে সিলেট ও ঝিনাইদহকে হারায়।

৯ পয়েন্ট নিয়ে ৪ নম্বর গ্রুপের সেরা হওয়া ঢাকা তাদের আগের দুই ম্যাচে জিতেছিল রাজশাহী ও দিনাজপুরের বিপক্ষে।

বাংলাদেশ হকি ফেডারেশন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, মিলন হোসেনের নৈপুণ্যে রংপুরকে ৩৩-০ ব্যবধানে হারায় সেনাবাহিনী। মিলন হ্যাটট্রিকসহ ১৩ গোল করেন।

এছাড়া নাইম উদ্দিন ৭টি, হাসান যুবায়ের ৪টি, আব্দুল মালেক ৩টি, রোকনুজ্জামান ২টি গোল করেন। একটি করে গোল রেজাউল করিম, আহসান হাবিব, শফিকুল ইসলাম ও আবু সালামের।

মাহাবুব হোসেন ও মাকসুদ হাবুলের হাত ধরে দিনাজপুরকে ৭-২ ব্যবধানে হারায় ঢাকা। মাহাবুব ৩টি, মাকসুদ ২টি, রাব্বী সালেহীন ও ইকবাল হোসেন একটি করে গোল দেন।

অন্য ম্যাচে রাজশাহী জেলা ২১-০ গোলে বরিশালকে হারায়। জয়ী দলের হয়ে লালন সর্বোচ্চ ৫ গোল করেন।

রিমনের হ্যাটট্রিকসহ ৬ গোলে ঝিনাইদহকে ৯-১ ব্যবধানে হারায় সিলেট।