চোট পেয়ে মাঠের বাইরে রিয়ালের কারভাহাল

মৌসুমের শেষ দিকের গুরুত্বপূর্ণ সময়ে এসে ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। চোট পেয়ে ছিটকে পড়েছেন ছন্দে থাকা ডিফেন্ডার দানি কারভাহাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2017, 10:43 AM
Updated : 4 May 2017, 10:43 AM

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন কারভাহাল। পরে বুধবার ক্লাবের ওয়েবসাইটে এই রাইট-ব্যাকের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কথা জানায় রিয়াল।

কারভাহালের মাঠে ফিরতে কতদিন সময় লাগবে, সে বিষয়ে কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, লিগের শেষ চার ম্যাচে হয়তো আর খেলা হবে না তার। তবে রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচে ফিরতে পারেন তিনি। আগামী ৩ জুন কার্ডিফে হবে এবারের ফাইনাল।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের জার্সিতে ৪০ ম্যাচ খেলেছেন ২৫ বছর বয়সী কারভাহাল।