জোড়া গোলে হিগুয়াইনের সমালোচনার জবাব
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 May 2017 03:16 PM BdST Updated: 04 May 2017 04:36 PM BdST
চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে মোনাকোর মাঠে জোড়া গোল করে সমালোচনার জবাব ভালোমতোই দিয়েছেন ইউভেন্তুসের ফরোয়ার্ড গনসালো হিগুয়াইন।
বুধবার রাতে শেষ চারের প্রথম লেগে মোনাকোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেছে ইউভেন্তুস। দুই অর্ধে একটি করে গোল করেন হিগুয়াইন।
দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরে উচ্ছ্বসিত হিগুয়াইন জানান, ক্যারিয়ারে এরকম মুহূর্ত উপভোগ করার জন্যই সবসময় কঠিন লড়াই করেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে বুধবারের আগের ২৪ ম্যাচে হিগুয়াইনের গোল ছিল মাত্র ২টি। এ কারণে তীব্র সমালোচনার ছিলেন নাপোলির সাবেক এই স্ট্রাইকার। তবে সেমি-ফাইনালের মতো কঠিন লড়াইয়ের এক ম্যাচেই দুই গোল করে জবাব দিলেন তিনি।
চলতি মৌসুমে এখন পর্যন্ত সব মিলিয়ে ৩১ গোল করা হিগুয়াইন অবশ্য জানিয়েছেন, সমালোচনা থাকলেও তা নিয়ে মাথা ঘামাতেন না তিনি।
ম্যাচ শেষে সাংবাদিকদের হিগুয়াইন বলেন, “এই প্রতিযোগিতায় আমি গোল পাচ্ছিলাম না কিন্তু আমি জানতাম, আমাকে শান্ত থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করে যেতে হবে।”

প্রতিপক্ষের মাঠে প্রথম লেগ জেতায় সুবিধাজনক অবস্থায় আছে ২০১৪-১৫ আসরের ফাইনাল খেলা দলটি। তবে হিগুয়াইনের মতে, ফাইনালে উঠতে কাজ এখনও বাকি।
“আমি খুব খুশি, খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল সেমি-ফাইনাল, আর এখন আমরা দারুণ এক জয় নিয়ে বাড়ি ফিরব।”
“গোলগুলো করে আমি উচ্ছ্বসিত কিন্তু এটা (লড়াই) এখনও শেষ হয়নি। মোনাকো শক্তিশালী দল।”
আগামী মঙ্গলবার ইউভেন্তুসের মাঠে হবে ফিরতি লেগ। শেষ চারের দুটি লড়াইয়েরই ফিরতি লেগে চরম কোনো নাটকীয়তা না হলে ফাইনালে ইতালিয়ান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার আতলেতিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারায় জিনেদিন জিদানের দল।
-
হালেপের বিদায়, ফাইনালে মুখোমুখি রিবাকিনা ও জাবের
-
আরও লম্বা সময়ের জন্য গোমেজকে পেয়ে খুশি ক্লপ
-
লেভানদোভস্কির ব্যাপারে বায়ার্নের 'হ্যাঁ’ শোনার আশায় বার্সা
-
যে কারণে রোনালদোকে দলে টানবে না বায়ার্ন
-
শৈশবের প্রিয় ক্লাবে এসে ক্রিস্টেনসেনের স্বপ্ন পূরণ
-
দুই ম্যাচের অবিশ্বাস্য স্কোরলাইন, ৯৫-০ ও ৯১-১!
-
শিরোপার আরও কাছে কিংস
-
আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির বিশ্বকাপ জয়ের নায়ক গোটসের আক্ষেপ
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
- ‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’