আবাহনীর অনেক উন্নতি দেখছেন বেঙ্গালুরুর কোচ

ফিরতি লেগে আবাহনীর খেলায় অনেক উন্নতির ছাপ দেখার কথা জানিয়েছেন বেঙ্গালুরু এফসির কোচ আলবের্তো রোকা পুজোল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2017, 04:11 PM
Updated : 3 May 2017, 04:13 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার এএফসি কাপের ‘ই’ গ্রুপের ফিরতি লেগে বেঙ্গালুরুকে ২-০ গোলে হারায় আবাহনী। প্রথম লেগে বেঙ্গালুরুর মাঠে একই ব্যবধানে হেরেছিল বাংলাদেশের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে আবাহনীর প্রশংসা করা বেঙ্গালুরু কোচ টানা তিন জয়ের পর নিজেদের প্রথম হারের কারণ হিসেবে বলেন সুযোগ নষ্টের কথা।

“আমরা আবাহনীকে হালকাভাবে নেইনি। কারণ আমরা জানতাম, এখানের ম্যাচটি কঠিন হবে। আমি মনে করি প্রথমার্ধে ছিল ৫০-৫০। দ্বিতীয়ার্ধে আমরা এগিয়ে ছিলাম। গোলের তিনটি সুযোগও পেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা তা নষ্ট করেছি।”

“বেঙ্গালুরুর মাঠের পারফরম্যান্সের চেয়ে তারা অনেক উন্নতি করেছে। ওখানে তারা খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। কিন্তু এখানে তারা অনেক অনেক ভালো খেলেছে।”

৮৭তম মিনিটে সাদ উদ্দিনের গোলে এগিয়ে যায় আবাহনী। যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন রুবেল মিয়া। বেঙ্গালুরুর স্প্যানিশ কোচ জানালেন প্রথম গোলটিই তাদের সমস্যায় ফেলে দিয়েছিল।

“প্রথম গোলটা হওয়ার পর আমাকে ঝুঁকি নিতেই হতো। আমাদের সমস্যায় ফেলেছিল প্রথম গোল।”

“(প্রথম গোলের সময়) তাদের একজন স্ট্রাইকার ছিল কিন্তু আমাদের ডিফেন্ডার ছিল তিন জন, যা যথেষ্ঠ ছিল। কিন্তু আপনারা জানেন, ফুটবলে অনেক সময় অনেক কিছু ঘটে।”