বেঙ্গালুরুর জালে গোল করার লক্ষ্য নিয়েই নেমেছিলেন সাদ

ম্যাচের ৭৫তম মিনিটে ইমন বাবুর বদলি নামলেন। ছয় মিনিট পর দারুণ ভলিতে আবাহনী লিমিটেডকে এগিয়ে নিলেন। ম্যাচ শেষে ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড জানালেন, শেষ দিকে নামলেও বেঙ্গালুরু এফসির বিপক্ষে গোল পাওয়ার আশা ছিল তার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2017, 04:08 PM
Updated : 3 May 2017, 04:16 PM

নিজেদের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার এএফসি কাপের ‘ই’ গ্রুপের ম্যাচে বেঙ্গালুরুকে ২-০ গোলে হারায় আবাহনী। সাদের গোলে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশের চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করেন রুবেল মিয়া। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় সাদ জানালেন আত্মবিশ্বাস নিয়ে নামার কথা।

“কোচ আমাকে ইমনের জায়গায় মিডফিল্ডে নামিয়েছিলেন। এরপর নাসির ভাই লালকার্ড পেলো, আমাকে উইংয়ে দিলেন। আমি আক্রমণাত্মক খেলা পছন্দ করি। আশা ছিল, গোল করতে পারব, ভালো একটা ক্রস পেলাম, গোলও করলাম।”

“ভালো কিছু করার লক্ষ্য নিয়ে নেমেছিলাম। আমি খুশি; দলও খুশি। প্রস্তুতি ম্যাচে এরকম অনেক গোল করেছি আমি। আন্তর্জাতিক ম্যাচে অনেক চাপ। আসলে আমরা এই ম্যাচটা নিয়ে অনেক কঠোর পরিশ্রম করেছিলাম।”

এএফসি কাপে টানা তিন হারের পর জয় পেলো আবাহনী। প্রথম লেগে বেঙ্গালুরুর মাঠে ২-০ ব্যবধানে হেরেছিল মামিচের দল। সাদ জানালেন, ভারতের ২০১৫-১৬ মৌসুমের আই লিগের চ্যাম্পিয়নদের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচ নিয়ে অনেক কাজ করেছিলেন তারা।

“আমরা অ্যাওয়েতে হেরেছিলাম; তাই আমাদের সবার লক্ষ্য ছিল নিজেদের মাঠে জেতার। এ জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। পরিকল্পনা করেছি।”

“আপনারা জানেন, আমাদের জাতীয় ফুটবল দল ভালো অবস্থায় নেই। তাই আমরা শুধু আবাহনী নয়, দেশের জন্যও খেলেছি।”