‘লিগ-কোপা দেল রে জয়ের জন্য সবকিছু করবে বার্সা’

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়ায় ট্রেবল জয়ের লক্ষ্য শেষ। এখন লা লিগা ও কোপা দেল রের শিরোপা জয়ের জন্য বার্সেলোনা সবকিছু করবে বলে জানিয়েছেন দলটির কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2017, 06:48 AM
Updated : 30 April 2017, 06:48 AM

গত শনিবার লুইস সুয়ারেসের জোড়া গোলে এসপানিওলকে ৩-০ ব্যবধানে হারায় এনরিকের দল। বার্সেলোনার অপর গোলদাতা ইভান রাকিতিচ।

এই জয়ের পর বার্সেলোনার পয়েন্ট ৩৫ ম্যাচে ৮১। সমান পয়েন্ট পেলেও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ। বার্সেলোনাকে তাই নিজেদের বাকি ৩ ম্যাচ জিতে অপেক্ষায় থাকতে হবে রিয়ালের এক ম্যাচ হারার।

এসপানিওলকে হারানোর পর এনরিকে বলেন, “আমাদের দুটি খুবই পরিষ্কার এবং নির্দিষ্ট লক্ষ্য আছে-লা লিগা এবং কোপা দেল রে-এবং এ দুটি শিরোপার জন্য আমরা সবকিছু করতে যাচ্ছি।”

“আমি দল নিয়ে খুশি। প্রথমার্ধে আমাদের খেলা হয়ত ততটা কার্যকর এবং দর্শনীয় ছিল না কিন্তু আমরা এস্পানিওলকে হারাতে পেরেছি। এটা ছিল দুই দলের তীব্র লড়াইয়ের ডার্বি, কিন্তু আমরা জমাট ছিলাম।”

লিগে তিন ম্যাচ পর গোল করা সুয়ারেসের প্রশংসা করতে গিয়ে এনরিকে জানালেন, উরুগুয়ের এই ফরোয়ার্ডের ওপর কখনই আস্থা হারাননি তিনি।“সুয়ারেসকে নিয়ে চিন্তিত ছিলাম না; কেননা, গোল ছাড়াও সে আমাদের জন্য অনেক অনেক কিছু এনেছে।”

“এটা পরিষ্কার, একজন স্ট্রাইকারের জন্য গোল গুরুত্বপূর্ণ এবং এটাও পরিষ্কার, সুয়ারেস কখনই গোল করতে ব্যর্থ হবে না।”