তাইপেতে ২য় রাউন্ড শেষে ৪৫তম সিদ্দিকুর

সাদামাটা শুরুর পর ইয়েঙ্গডার হেরিটেজ ওপেনে দ্বিতীয় রাউন্ডেও ঘুরে দাঁড়াতে পারেননি সিদ্দিকুর রহমান। পারের চেয়ে মোট দুই শট বেশি খেলে যৌথভাবে ৪৫তম স্থানে থেকে তৃতীয় রাউন্ডে উঠেছেন বাংলাদেশের সেরা এই গলফার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2017, 03:02 PM
Updated : 28 April 2017, 03:02 PM

তাইপের ন্যাশনাল গলফ কান্ট্রি ক্লাবে শুক্রবার দ্বিতীয় রাউন্ডে সিদ্দিকুর প্রথম রাউন্ডের মতোই পারের চেয়ে এক শট বেশি খেলেছেন।

প্রথম রাউন্ডে যৌথভাবে ৩৪তম স্থানে ছিলেন এশিয়ান ট্যুরের আগের আসর প্যানাসনিক ওপেনে নবম হওয়া সিদ্দিকুর।

৩ লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে পারের চেয়ে ৬ শট কম খেলে যৌথভাবে শীর্ষে রয়েছেন দক্ষিণ কোরিয়ার চ্যাং ইকেউন, থাইল্যান্ডের স্রিথং নাতিপোং ও বুনমা দানথাই।