বায়ার্নে ২০২১ পর্যন্ত খেলবেন আলকান্তারা

বায়ার্ন মিউনিখের সঙ্গে নতুন চুক্তি করেছেন থিয়াগো আলকান্তারা। আলিয়াঞ্জ অ্যারেনায় ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত থাকবেন স্পেনের এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2017, 11:45 AM
Updated : 28 April 2017, 11:45 AM

২০১৩ সালে বার্সেলোনা থেকে বায়ার্নে নাম লেখানো আলকান্তারা শুরুতে ফিটনেস সমস্যায় ভুগলেও চলতি মৌসুমে দারুণ খেলছেন। হয়ে উঠেছেন দলটির প্রথম একাদশের গুরুত্বপূর্ণ সদস্য।

এ মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯টি ম্যাচ খেলে আলকান্তারা করেছেন আটটি গোল, করিয়েছেন নয়টি।

২৬ বছর বয়সী এই খেলোয়াড়ের সঙ্গে নতুন চুক্তি নিয়ে শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে বায়ার্নের চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে বলেন, "থিয়াগো সেরাদের একজন এবং ইউরোপের সবচেয়ে জনপ্রিয় মিডফিল্ডারদের একজন।"

নতুন চুক্তি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন থিয়াগোও। "মিউনিখে আমার পরিবার ও আমি খুবই আরামে আছি। এখানের সবকিছু আমাদের সঙ্গে মানিয়ে গেছে। ভবিষ্যতে বায়ার্নের হয়ে আমি অনেক শিরোপা জিততে চাই।"

সাড়ে ৩ কোটি ইউরোতে উইঙ্গার কিংসলে কোমানের সঙ্গে তিন বছরের স্থায়ী চুক্তি করার পরপরই থিয়াগোর সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দিলো বায়ার্ন। ২০১৪ সাল থেকে ক্লাবটির হয়ে ধারে খেলছিলেন ইউভেন্তুসের কোমান।