আর্জেন্টিনার কোচ হতে যাচ্ছেন সাম্পাওলি

আর্জেন্টিনার কোচ হতে যাচ্ছেন হোর্হে সাম্পাওলি। সেভিয়ার এই কোচ একমাত্র প্রার্থী বলে জানিয়েছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2017, 08:50 AM
Updated : 28 April 2017, 08:50 AM

এএফএ সভাপতি ক্লাওদিও তাপিয়া জানান, গত এপ্রিলে বরখাস্ত হওয়া এদগার্দো বাউসার দায়িত্ব নিতে আজেন্টাইন কোচ সাম্পাওলিকে প্রস্তাব দেওয়া হবে।

চিলির সাবেক কোচ সাম্পাওলির নাম শোনা যাচ্ছিল বাউসার বরখাস্ত হওয়ার পর থেকেই। রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আট ম্যাচে মাত্র তিনটিতে আর্জেন্টিনা জিতে বাউসার কোচিংয়ে। বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া নিয়ে শঙ্কায় আছে পঞ্চম স্থানে থাকা দেশটি।

মৌসুমের শুরুতে সেভিয়ায় যোগ দেওয়া ৫৭ বছর বয়সী সাম্পাওলির ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ ২০১৮ পর্যন্ত।

তাপিয়া ইএসপিএনকে বলেন, “আমি নিশ্চিত করতে পারি যে তিনি একমাত্র প্রার্থী। কিন্তু আমরা সেভিয়াকেও সম্মান করছি কারণ তিনি এখনও সেখানে কাজ করছেন। এখন তার সেভিয়া ছাড়া নিয়ে আমরা আলোচনা শুরু করবো।”

লা লিগায় চতুর্থ স্থানে থাকা সেভিয়া চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আছে।”