রাশিয়া বিশ্বকাপে রেফারির সহায়তায় থাকবে ভিডিও প্রযুক্তি

রাশিয়া বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ব্যবহার হবে বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2017, 03:40 PM
Updated : 27 April 2017, 03:40 PM

২০১৬ ক্লাব বিশ্বকাপ ও ঘরোয়া প্রতিযোগিতায় ভিএআর প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার করা হয়। গত মার্চে ফ্রান্স ও স্পেনের মধ্যে প্রীতি ম্যাচেও এর ব্যবহার হয়।

এসব ইতিবাচক দিকগুলোয় ইঙ্গিত করে ইনফান্তিনো জানান, শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায় ভুল এড়াতে ভিএআর প্রযুক্তির প্রয়োজন।

দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের কংগ্রেসে ইনফান্তিনো বলেন, “২০১৮ বিশ্বকাপে আমরা ভিডিও রেফারি ব্যবহার করব। কারণ (এটা ব্যবহারে) এ পর্যন্ত ইতিবাচক ফল ছাড়া আমরা আর কিছু পাইনি।”

“এই ২০১৭ সালে, যখন স্টেডিয়ামে কিংবা বাড়িতে বসে সবাই কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পারে যে রেফারি ভুল করেছে কি-না, তখন এরকম পরিস্থিতি থাকতে পারে না যেখানে একমাত্র রেফারিই তা দেখতে পারবে না।”