বায়ার্নকে হারিয়ে জার্মান কাপের ফাইনালে বরুসিয়া

উসমানে দেম্বেলের দ্বিতীয়ার্ধের দারুণ গোলে ঘুরে দাঁড়িয়ে বায়ার্ন মিউনিখকে হারিয়ে জার্মান কাপের ফাইনালে উঠেছে বরুসিয়া ডর্টমুন্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2017, 08:23 AM
Updated : 27 April 2017, 08:23 AM

বুধবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় ১৯তম মিনিটে মার্কো রয়েসের গোলে এগিয়ে যায় বরুসিয়া। হাভিয়ের মার্তিনেসের হেডে সমতায় ফেরা বায়ার্ন বিরতির আগে এগিয়ে যায় ম্যাট হুমেলসের নিখুঁত শটে।

পিয়েরে-এমেরিক আউবামেয়াংয় বরুসিয়াকে সমতায় ফেরানোর পর ৭৪তম মিনিটে দেম্বেলের বাঁকানো শট দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পেলে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

ফাইনালে ডর্টমুন্ডের প্রতিপক্ষ আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।

বুন্ডেসলিগায় নবম স্থানে থাকা ফ্রাঙ্কফুর্ট অন্য সেমি-ফাইনালে টাইব্রেকারে বরুসিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়ে ফাইনালে ওঠে।

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে আগামী ২৭ মে হবে জার্মান কাপের ফাইনাল।

এ নিয়ে রেকর্ড টানা চতুর্থবারের মতো জার্মান কাপের ফাইনালে উঠল বরুসিয়া। গত তিনবারের মধ্যে দুইবার বায়ার্নের কাছে এবং একবার ভল্ফসবুর্গের কাছে হেরে স্বপ্ন ভাঙে তাদের।

২০১১-১২ মৌসুমে সে সময়কার কোচ ইয়ুর্গেন ক্লপের হাত ধরে দ্বিমুকুট জয়ের পর ডর্টমুন্ড বড় কোনো শিরোপা জেতেনি।

গত মৌসুমে ঘরোয়া ট্রেবল জেতা বায়ার্নকে দৃষ্টি এখন কেবল টানা পঞ্চম বুন্ডেসলিগা শিরোপা জয়ের দিকে। কেননা, গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগেও যাত্রা থেমেছে তাদের।

কার্লো আনচেলত্তির দল বুন্ডেসলিগায় দ্বিতীয় স্থানে থাকা লাইপজিগের চেয়ে ৮ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে। বায়ার্নের বাকি রয়েছে আর চার ম্যাচ। তবে, সব প্রতিযোগিতা মিলিয়ে গত পাঁচ ম্যাচে জয়হীন আনচেলত্তির দল।