মোনাকোকে হারিয়ে ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি

দুর্বল দল নামানোর মাশুল ভালো করেই দিতে হলো মোনাকোকে। লিগ ওয়ানে শীর্ষে থাকা দলটিকে উড়িয়ে ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠেছে পিএসজি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2017, 07:20 AM
Updated : 27 April 2017, 07:20 AM

নিজেদের মাঠে বুধবার মোনাকোকে ৫-০ গোলে হারায় উনাই এমেরির দল। এই জয়ে টানা তৃতীয়বার ঘরোয়া ট্রেবল জয়ের সম্ভাবনা টিকে রইল ফরাসি চ্যাম্পিয়নদের। 

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠা মোনাকো দলের রাদামেল ফালকাও ছিল বিশ্রামে, আক্রমণাত্মক মিডফিল্ডার বের্নারদো সিলভা ছিলেন বেঞ্চে। স্কোয়াডে রাখা হয়নি ফর্মে থাকা ১৯ বছর বয়সী স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকেও।

ম্যাচের ২৬তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন ইউলিয়ান ড্রাক্সলার। পাঁচ মিনিটের ব্যবধানে আনহেল দি মারিয়ার ক্রস থেকে ব্যাকহিলে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন দারুণ ফর্মে থাকা এদিনসন কাভানি।

৫০তম মিনিটে সাফওয়ান এমবায়ের গোলের রেশ না কাটতেই দলকে আরও একটি গোল এনে দেন ব্লেইস মাতুইদি। ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার ১০ মিনিট আগে মোনাকোর কফিনে শেষ পেরেক ঠুকেন মার্কিনিয়োস।

প্যারিসে ২৭ মে প্রতিযোগিতাটির ফাইনালে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে চতুর্দশ স্থানে থাকা অঁজির মুখোমুখি হবে পিএসজি।

গত এপ্রিলে ফ্রেঞ্চ লিগ কাপের ফাইনালে মোনাকোকে ৪-১ গোলে হারায় পিএসজি।