পিএসজির সঙ্গে কাভানির নতুন চুক্তি

পিএসজির সঙ্গে নতুন চুক্তি করেছেন এদিনসন কাভানি। ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত ফ্রান্সের ক্লাবটিতে থাকবেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2017, 10:12 AM
Updated : 26 April 2017, 10:15 AM

মঙ্গলবার ক্লাবের ওয়েবসাইটে কাভানির সঙ্গে নতুন চুক্তির বিষয়টি জানানো হয়।

বেশ কিছুদিন ধরে কাভানির ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল।

চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এ মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে ৩০ গোল করেছেন তিনি। গত শনিবার লিগ ওয়ানে মঁপেলিয়ের বিপক্ষে দলকে জেতাতে ৩১তম গোলটি করেন।

২০১৩ সালে নাপোলি থেকে পিএসজিতে যোগ দেওয়া কাভানি এ পর্যন্ত ক্লাবটির হয়ে ১৯২ ম্যাচে ১২৫ গোল করেছেন। ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে চার বছরে জিতেছেন তিনটি লিগসহ মোট ১১টি শিরোপা।

লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে ৩৪ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কাভানির পিএসজি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে এক ম্যাচ কম খেলা মোনাকো।