৩২ দল নিয়ে জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ শুরু বৃহস্পতিবার

অবশেষে টার্ফে গড়াচ্ছে জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ। ৩২টি দল নিয়ে ৩১তম আসর শুরু হবে আগামী বৃহস্পতিবার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2017, 09:39 AM
Updated : 26 April 2017, 09:39 AM

বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) সংবাদ সম্মেলন করে জানায়, ২৪টি জেলা, চারটি সার্ভিসেস টিম, দুটি বিভাগ, ঢাকা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এবার অংশ নেবে।

চারটি করে দল আট গ্রুপে ভাগ হয়ে খেলবে। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেহেরপুর ও নড়াইল জেলা।

গত নভেম্বরে এই আসর শুরুর কথা ছিল। দেরিতে হলেও তা শুরু হতে যাওয়ায় খুশি বাহফের সাধারণ আব্দুস সাদেক।

“মাঝখানে অনেক জটিলতা ছিল; এ কারণে আমরা মাঠে খেলা গড়াতে পারেনি। খেলোয়াড়দের মধ্যে যারা শিক্ষার্থী তাদের পরীক্ষা, আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্টে কারণে সেটা হয়ে ওঠেনি।”

ম্যাচ রেফারি নিয়ে ওঠা প্রশ্নে সাবেক এই খেলোয়াড় বলেন, “দেশি আম্পায়াররাই খেলা চালাবে। আশা করি, সবাই তাদের সহযোগিতা করবে।”