সান্তিয়াগো বের্নাবেউয়েরোববার ক্লাসিকোয় যোগ করা সময়ে গোল করে বার্সেলোনাকে ৩-২ ব্যবধানের দারুণ এক জয় এনেদেন লিওনেল মেসি।
লিগেদল দুটির পয়েন্ট এখন সমান ৭৫ হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষে উঠে এসেছে রিয়ালেরচেয়ে এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনা।
বার্সেলোনারবাকি আছে আরও পাঁচটি ম্যাচ, রিয়ালেরআছে ছয়টি। জিনেদিন জিদানের দল এই ছয় ম্যাচে ২ পয়েন্টের বেশি না হারালেই চ্যাম্পিয়নহবে বার্সেলোনা সব ম্যাচ জিতলেও।
ওসাসুনার বিপক্ষেম্যাচের আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে এনরিকে তাই বলেন, “না, আমরা মনে করছি নাযে এখন আমরা ফেভারিট। আমাদের চেয়ে মাদ্রিদের একটি ম্যাচ বেশি আছে। তাই তারা আমাদেরআগে চলে আসতে পারে।”
ওসাসুনার বিপক্ষেম্যাচের পর এস্পানিওলের মাঠে খেলতে যাবে বার্সেলোনা। এরপর মে মাসের শুরুতে কাম্প নউয়েভিয়ারিয়ালের মুখোমুখি তারা। শিরোপা নির্ধারণে ম্যাচগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেবলে করেন এনরিকে।
এই সময়ে রিয়ালখেলবে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষ ভালেন্সিয়া, সেভিয়া ও সেল্তা ভিগোর বিপক্ষে।