লিঁওকে হারিয়ে শীর্ষে ফিরল মোনাকো

কিলিয়ান এমবাপে ও রাদামেল ফালকাওয়ের গোলে লিগ ওয়ানে লিঁওকে হারিয়েছে মোনাকো। এই জয়ে পিএসজিকে পেছনে ফেলে শীর্ষে ফিরেছে দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2017, 12:16 PM
Updated : 24 April 2017, 12:24 PM

গত রোববার রাতে মোনাকোর জয়টি ২-১ গোলের। ৩৬তম মিনিটে ফালকাও দলকে এগিয়ে নেওয়ার পর ৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। চলতি মৌসুমে ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড লিগে এ নিয়ে ১৩ গোল করলেন।

দ্বিতীয়ার্ধে লিঁও এক গোল শোধ করলেও শেষ পর্যন্ত নিজেদের মাঠে হার এড়াতে পারেনি।

দুই দলের পয়েন্ট সমান ৮০ হলেও গোল পার্থক্যে পিএসজিকে পেছনে ফেলে শীর্ষে ফিরেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠা মোনাকো। ২০০০ সালের পর লিগ ওয়ানের শিরোপা জয়ের লক্ষ্যে থাকা থাকা দলটি পিএসজির চেয়ে এক ম্যাচ কমও খেলেছে।

শনিবার এদিনসন কাভানি ও আনহেল দি মারিয়ার গোলে মঁপেলিয়েকে ২-০ ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠে এসেছিল প্রতিযোগিতাটির শিরোপাধারী পিএসজি।