‘রামোসের লাল কার্ডের জন্য হেরেছে রিয়াল’

ম্যাচের শেষ দিকে সের্হিও রামোস লাল কার্ড পাওয়ায় বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের হারতে হয়েছে বলে মনে করেন ডিফেন্ডার দানি কারবাহাল। তার দাবি রেফারির এই সিদ্ধান্ত ক্লাসিকোতে জয়-পরাজয় নির্ধারণ করে দিয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2017, 10:19 AM
Updated : 24 April 2017, 01:44 PM

সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচটিতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারে রিয়াল।

৭৭তম মিনিটে মেসিকে মাঝমাঠে দুই পায়ে ট্যাকল করে লাল কার্ড দেখেন রামোস। ম্যাচের শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় গোল করে বার্সেলোনাকে জিতিয়ে আনেন মেসি।

রিয়ালের ফুল-ব্যাক কারভাহাল ম্যাচ শেষে বলেন, “রামোসের বহিষ্কৃত হওয়া ম্যাচ নির্ধারণ করেছে। আমরা ড্র প্রায় করে ফেলেছিলাম। কিন্তু শেষ দিকের খেলায় আমরা ব্যর্থ হয়েছি এবং হেরেছি। … আমাদের ভাগ্য সহায় ছিল না।”

৩৩ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৫। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্টও সমান। তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে জিনেদিন জিদানের দল। তবে রিয়াল নিজেদের বাকি ছয় ম্যাচে ২ পয়েন্টের বেশি না হারালে কারও উপর নির্ভর না করেই শিরোপা জিততে পারবে।

“এই জয়ের জন্য তাদের অভিনন্দন জানাতে হবে, কিন্তু লিগ শেষ হতে এখনও অনেক বাকি। আমরা এক ম্যাচ কম খেলেছি এবং এর সর্বোচ্চ ব্যবহার করতে হবে আমাদের।” 

“দল লড়াই করেছে এবং অনেক সুযোগ পেয়েছে। আমাদের শান্ত হতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে কারণ আমরা এখনও শুধুমাত্র নিজেদের উপর নির্ভর করতে পারি।”