‘রামোসের লাল কার্ডের জন্য হেরেছে রিয়াল’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Apr 2017 04:19 PM BdST Updated: 24 Apr 2017 07:44 PM BdST
ম্যাচের শেষ দিকে সের্হিও রামোস লাল কার্ড পাওয়ায় বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের হারতে হয়েছে বলে মনে করেন ডিফেন্ডার দানি কারবাহাল। তার দাবি রেফারির এই সিদ্ধান্ত ক্লাসিকোতে জয়-পরাজয় নির্ধারণ করে দিয়েছে।
Related Stories
সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচটিতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারে রিয়াল।
৭৭তম মিনিটে মেসিকে মাঝমাঠে দুই পায়ে ট্যাকল করে লাল কার্ড দেখেন রামোস। ম্যাচের শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় গোল করে বার্সেলোনাকে জিতিয়ে আনেন মেসি।
রিয়ালের ফুল-ব্যাক কারভাহাল ম্যাচ শেষে বলেন, “রামোসের বহিষ্কৃত হওয়া ম্যাচ নির্ধারণ করেছে। আমরা ড্র প্রায় করে ফেলেছিলাম। কিন্তু শেষ দিকের খেলায় আমরা ব্যর্থ হয়েছি এবং হেরেছি। … আমাদের ভাগ্য সহায় ছিল না।”
৩৩ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৫। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্টও সমান। তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে জিনেদিন জিদানের দল। তবে রিয়াল নিজেদের বাকি ছয় ম্যাচে ২ পয়েন্টের বেশি না হারালে কারও উপর নির্ভর না করেই শিরোপা জিততে পারবে।
“এই জয়ের জন্য তাদের অভিনন্দন জানাতে হবে, কিন্তু লিগ শেষ হতে এখনও অনেক বাকি। আমরা এক ম্যাচ কম খেলেছি এবং এর সর্বোচ্চ ব্যবহার করতে হবে আমাদের।”
“দল লড়াই করেছে এবং অনেক সুযোগ পেয়েছে। আমাদের শান্ত হতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে কারণ আমরা এখনও শুধুমাত্র নিজেদের উপর নির্ভর করতে পারি।”
-
‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
-
লিভারপুলের প্রতিশোধ নেওয়ার থাকলে রিয়ালেরও আছে: আনচেলত্তি
-
৫ বছরে তিন ফাইনাল লিভারপুলের জন্য স্পেশাল: ক্লপ
-
রাডুকানুর পর কেরবারকে বিদায় করে দিলেন সাসনোভিচ
-
থিয়াগো ও ফাবিনিয়োকে পেয়ে পূর্ণ শক্তির লিভারপুল
-
ইন্দোনেশিয়া পৌঁছেছে দল, শনিবার থেকে অনুশীলন
-
‘এমবাপেকে না পাওয়াটা রিয়ালের জন্য বড় হতাশার’
-
‘অভিজ্ঞতায় রিয়াল এগিয়ে থাকলেও ফাইনালে কেউ ফেভারিট নয়’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!