মেসি ইতিহাসের সেরা: এনরিকে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Apr 2017 01:11 PM BdST Updated: 24 Apr 2017 07:44 PM BdST
ক্লাসিকোতে আরও একবার জ্বলে উঠলেন লিওনেল মেসি; বার্সেলোনাও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মাঠে করল জয়োৎসব। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় লুইস এনরিকে বললেন, প্রিয় শিষ্য ফুটবলের ইতিহাসে তার দেখা সেরা ফুটবলার।
Related Stories
সান্তিয়াগো বের্নাবেউয়ে গত রোববার রাতে রিয়ালকে ৩-২ গোলে হারায় বার্সেলোনা। দলের জয়ে জোড়া গোল মেসির। কাসেমিরোর গোলে পিছিয়ে পড়া বার্সেলোনাকে সমতায় ফেরানো আর্জেন্টিনার এই ফরোয়ার্ড ম্যাচের শেষ মুহূর্তে দলকে জয় এনে দেন। নিজেও পৌঁছান কাতালান ক্লাবটির হয়ে ৫০০ গোল করার দারুণ মাইলফলকে।
ক্লাসিকোয় দুই দলের মধ্যে একমাত্র পার্থক্য মেসি বলে মনে করেন বার্সেলোনা কোচ।
“আমি অনেক ফুটবল দেখেছি; অনেক ভিডিও দেখেছি; খেলাটির ইতিহাসে সে সেরা খেলোয়াড়। সে পার্থক্য গড়ে দেয় এবং নিজেদের একজন হিসেবে তাকে পাওয়াটা বার্সেলোনার সব সমর্থকদের জন্য অনেক আনন্দের।”
“মেসি আমাদের সেরা খেলোয়াড়। শুধু কল্পনা করুন, এখানে সে ৫০০তম গোল পেয়েছে, সান্তিয়াগো বের্নাবেউয়ে ৯২তম মিনিটে জয়সূচক গোলটি করেছে। এটা লিওর জন্য অনেক ভালো এবং বার্সার সঙ্গে যারা জড়িত, তাদের সবার জন্যও ভালো।”
শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত খেলা মেসির কারণে মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়াটাও বার্সেলোনার জন্য সহজ হয়ে যায় বলে মনে করেন এনরিকেও।
“মাঝমাঠে আধিপত্য করার সুযোগটা সে আমাদের তৈরি করে দিয়েছিল। আমরাও চেয়েছিলাম যতটা সম্ভব তার পায়ে বল রাখতে। অনেক খেলোয়াড় থাকায় মাঝ মাঠে বল পায়ে রাখা আরও কঠিন ছিল কিন্তু সে সেটা ঠিকঠাক সামলে প্রথম গোল করল। এটা আমাদের আশা অনুযায়ী হয়েছিল।”
-
মানের জীবনবোধ: প্রাসাদ-বিলাসবহুল গাড়ি কী কাজে আসবে?
-
তিনবার পোস্ট পথ আগলে দাঁড়ালেও জিতল মোহামেডান
-
‘ভাগ্যের জোরে পিএসজি-চেলসি-সিটিকে হারিয়েছে রিয়াল’
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
টিভিতে আজ
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি