শেষ রাউন্ডে দুর্দান্ত খেলে নবম সিদ্দিকুর

বাজে শুরুর পর দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়িয়েছিলেন সিদ্দিকুর। পরের রাউন্ডে থাকল উন্নতির ধারাবাহিকতা। শেষ রাউন্ডে দুর্দান্ত খেলে জাপানের প্যানাসনিক ওপেনে নবম হয়েছেন বাংলাদেশের সেরা এই গলফার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2017, 09:31 AM
Updated : 23 April 2017, 10:37 AM

জাপানের এই প্রতিযোগিতায় গতবার ৭৪তম হয়েছিলেন সিদ্দিকুর। এবার নবম হয়ে এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার পেয়েছেন ৩৪ হাজার ৬৫২ ডলার।

জাপানের চিবা কান্ট্রি ক্লাবের উমেসাতো কোর্সে রোববার সাতটি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ৮ শট কম খেলে নবম হন যৌথভাবে তিন জনের সঙ্গে।

প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলা সিদ্দিকুর দ্বিতীয় রাউন্ডে এক শট কম খেলেন। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলে ৩৭তম স্থানে উঠে আসেন তিনি।

প্রায় ১৩ লাখ ৭০ হাজার ডলার প্রাইজমানির এই আসরের পারের চেয়ে ১১ শট কম খেলে টাইব্রেকারে সেরা হয়েছেন স্বাগতিকদের কুবোয়া কেনিচি।