মেসিদের বিপক্ষে গোল না খেয়ে বিস্মিত বুফ্ফন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2017 04:52 PM BdST Updated: 20 Apr 2017 10:14 PM BdST
তুরিনে ইউভেন্তুস কোনো গোল খায়নি; বার্সেলোনাকে দিয়েছিল ৩টি। কাম্প নউয়ে গোল দিতে পারেনি; হজমও করতে হয়নি। তবে বার্সেলোনার মাঠ থেকে গোল না খেয়ে ফেরাটায় বেশি বিস্মিত ইউভেন্তুস গোলরক্ষক জানলুইজি বুফ্ফন।
Related Stories
গত বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনাকে তাদের মাঠে গোলশূন্য ড্রয়ে রুখে দেয় ইউভেন্তুস। প্রথম লেগে নিজেদের মাঠে ৩-০ গোলে জেতা ইতালির দলটি উঠেছে সেমি-ফাইনালে।
অথচ সেরা ষোলোতেই ইতিহাস গড়েছিল বার্সেলোনা। পিএসজির মাঠে ৪-০ গোলে হেরে আসা মেসি-নেইমাররা জ্বলে উঠেছিলেন কাম্প নউয়ের ফিরতি লেগে। ৬-১ ব্যবধানে জিতে ৬-৫ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার-ফাইনালে ওঠে লুইস এনরিকের দল।
ইউভেন্তুসের বিপক্ষে ফিরতি লেগে জ্বলে উঠতে পারেনি ‘এমএসএন’ ত্রয়ী। গোলের দেখাই পায়নি বার্সেলোনা। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় মিডিয়াসেট প্রিমিয়ামকে বুফ্ফন জানান তার বিস্ময়ের কথা।
“প্রথম লেগে ৩-০ গোলে জেতার পর আমি ভেবেছিলাম, আমাদের কোয়ালিফাই করার ভালো সুযোগ আছে। কিন্তু সত্যি বলতে কি, আমি কাম্প নউয়ে আসব কিন্তু কোনো গোল খাব না, এটা বিশ্বাস করিনি।”

ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি আরও উন্নতির তাগাদা দিয়েছেন। ইতালির হয়ে বিশ্বকাপ জেতা কিংবদন্তি এই গোলরক্ষকও সুর মেলালেন কোচের সঙ্গে।
“কয়েক বছর আগে আমাদের বেড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়েছিল এবং সেটা চালিয়ে নেওয়া দরকার। এই জয়ের পর অবশ্যই এটা থেমে যেতে পারে না বা একই অবস্থায় আটকে থাকতে পারে না।”
“সব এখন আমাদের ওপর নির্ভর করছে। আমরা উন্নতি করতে পারবো কিনা, আমাদের গন্তব্য এখন আমাদের হাতে। তবে যখন শিরোপার প্রশ্ন আসে, তখন ভাগ্যেরও হাত থাকে।”
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- হারুনকে সংসদে ‘বাধা দেবেন’ রাঙ্গাঁ
- উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি