রোনালদোকে কেন দুয়ো শুনতে হয় বোঝেন রামোস

বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের এক পর্যায়ে সমর্থকদের দুয়ো শুনতে হয় রিয়াল মাদ্রিদ ক্রিস্তিয়ানো রোনালদোকে। তারকা এই খেলোয়াড়ের প্রতি সমর্থকদের অনেক বেশি প্রত্যাশাই এই সমালোচনার কারণ বলে মনে করেন অধিনায়ক সের্হিও রামোস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2017, 03:39 PM
Updated : 19 April 2017, 04:27 PM

মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউয়ে অতিরিক্ত সময়ে গড়ানো কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে ৪-২ গোলের জয় নিয়ে ৬-৩ ব্যবধানে এগিয়ে থেকে সেমি-ফাইনালে ওঠে রিয়াল। 
 
ম্যাচে হ্যাটট্রিক করার আগে রোনালদোকে দুয়ো দেয় স্বাগতিক কিছু সমর্থক। এক পর্যায়ে ঠোটের উপর আঙুল দিয়ে তাদের চুপ হতে ইশারা করেন রোনালদো।
 
অতিরিক্ত সময়ে চারবারের এই বর্ষসেরা ফুটবলারই পাল্টে দেন ম্যাচের দৃশ্যপট। এই সময়ে জোড়া গোল করে হ্যাটট্রিক পূর্ণ করে দলের জয়ে বড় অবদান রাখেন পর্তুগালের অধিনায়ক।
 
রোনালদোকে দর্শকদের দুয়ো দেওয়া নিয়ে রামোস বলেন, “আমি সমর্থক ও ক্রিস্তিয়ানোকে বুঝতে পারি। সে এমন একজন খেলোয়াড় যে সব সময় সর্বোচ্চটা দেয়। সবার মতো তারও ভালো বা খারাপ ম্যাচ থাকতে পারে”
 

“সমর্থকদের এ বিষয়ে আরেকটু বেশি বিবেচনা করা উচিত। বার্নাবেউয়ের দর্শকরা বড় বড় খেলোয়াড়দের সমালোচনা করে কারণ তারা সবসময়ই একটু বেশি চায়। এখানে সাফল্য পাওয়া কঠিন।”
বায়ার্নের বিপক্ষে হ্যাটট্রিকে করে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম খেলোয়াড় হিসেবে শততম গোল করেন রোনালদো।