‘বায়ার্নের ১০ জনের বিপক্ষে ছিল রিয়ালের ১৪ জন’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Apr 2017 07:43 PM BdST Updated: 19 Apr 2017 08:08 PM BdST
রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে দলের বিদায়ে রেফারি ও তার সহকারীদের ‘বিতর্কিত’ ভূমিকায় চটেছেন বায়ার্ন মিউনিখের টমাস মুলার। প্রতিযোগিতাটির শেষ আটের ফিরতি পর্বের ম্যাচটি ‘১০ জন বনাম ১৪ জন’ এর লড়াই ছিল বলে উল্লেখ করেছেন জার্মান এই ফরোয়ার্ড।
Related Stories
মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউয়ে অতিরিক্ত সময়ে গড়ানো কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে ৪-২ গোলের জয় নিয়ে ৬-৩ ব্যবধানে এগিয়ে থেকে সেমি-ফাইনালে ওঠে রিয়াল।
ম্যাচের নির্ধারিত সময়ে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল বায়ার্ন। গত সপ্তাহে নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথম লেগে এই ব্যবধানেই হেরেছিল বুন্ডেসলিগার চ্যাম্পিয়নরা।
অতিরিক্ত সময়ে ক্রিস্তিয়ানো রোনালদো ও মার্কো আসেনসিওর গোলে জয় পায় জিনেদিন জিদানের দল, বিদায় নিতে হয় বায়ার্নকে।
ম্যাচ শেষে বায়ার্নের খেলোয়াড়রা অভিযোগ করেন, শেষ দুটি গোলের সময় রোনালদো ছিলেন অফসাইডে। আর্তুরো ভিদালকে বহিষ্কারের সিদ্ধান্তটাও ঠিক ছিল না। উল্টো রিয়াল মাদ্রিদের কাসেমিরো লাল কার্ড দেখা থেকে বেঁচে যান।

টিভি রিপ্লেতে দেখা যায়, ১০৪তম মিনিটে ম্যাচে সমতা ফেরানো গোলটি করার সময় রোনালদো পরিষ্কার অফসাইডে ছিলেন। এই গোলেই বায়ার্নের সর্বনাশ দেখছেন মুলার, “১৪ জনের বিপক্ষে ১০ জন নিয়ে খেলাটা খুবই কঠিন… ২-২ সমতায় ফেরানো গোলটি ছিল সবচেয়ে বাজে, এখানে সহকারীর রেফারি পরিষ্কার দেখতে পেয়েছিলেন। গোলটি আমাদের মেরে ফেলেছে।”
“২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর মানসিকভাবে আমরা দারুণ অবস্থানে ছিলাম এবং মাঠে আমাদের ১১ জন খেলোয়াড় ছিল। কিন্তু তখনই রেফারি আমাদের পাল থেকে হাওয়া সরিয়ে দিল।”
“এখানে যা হলো, এর পর আমরা ‘এরকম ঘটেই’ এমনটা বলে বাড়ি ফিরতে পারি না।”
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
- পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে