পিকেকে পিএসজি ম্যাচের কথা মনে করালেন রামোস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Apr 2017 06:54 PM BdST Updated: 19 Apr 2017 08:09 PM BdST
বায়ার্ন মিউনিখের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ের পর বার্সেলোনার জেরার্দ পিকের করা ব্যঙ্গাত্মক টুইটের পাল্টা জবাব দিয়েছেন সের্হিও রামোস। পিএসজির বিপক্ষে বার্সেলোনার জয়ের প্রসঙ্গ টেনে রিয়াল অধিনায়ক পিকেকে বলেছেন-ওই ম্যাচের কথা ভুলো না।
Related Stories
গত মঙ্গলবার ক্রিস্তিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে নিজেদের মাঠে বায়ার্নকে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে ৪-২ গোলে হারায় রিয়াল। দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে সেমি-ফাইনালে ওঠে জিনেদিন জিদানের দল।
সান্তিয়াগো বের্নাবেউয়ের বায়ার্নের বিপক্ষে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনা চলছে। বায়ার্নের দাবি, শেষ দুটি গোল করার সময় রোনালদো ছিলেন অফসাইডে; বায়ার্নের আর্তুরো ভিদালের দ্বিতীয় হলুদ কার্ড পাওয়াটাও ছিল প্রশ্নবিদ্ধ।
রেফারির সহায়তা নিয়ে রিয়াল জিতেছে এমন ইঙ্গিত করে পিকে টুইট করেন তিনটি ডট দিয়ে। এরপরই পাল্টা জবাব দিলেন রামোস। রিয়াল অধিনায়কের ইঙ্গিত শেষ ষোলোর ফিরতি লেগে পিএসজিকে ৬-১ গোলে হারানো ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্ত বার্সেলোনার পক্ষে ছিল।
“নতুন কিছুই নয়; আমি বিস্মিত নই। তার পিছন ফিরে পিএসজির ম্যাচটি দেখা উচিত। ওই ম্যাচের রেফারিদের নিয়ে সে তা (বার্সেলোনার জয়ে রেফারির সহায়তা) মনে করে কিনা।”
রিয়ালের মাঠে বায়ার্নের জয় ছিনিয়ে নেওয়া হয়েছে এমন অভিযোগও অস্বীকার করেছেন রামোস।
“আমি সবার মতামতকে শ্রদ্ধা করি কিন্তু জানি না, কোন চুরির বিষয় নিয়ে তারা কথা বলছে।”
“রেফারি কখনও আপনাকে দেয় এবং কখনও কেড়েও নেয়।”
-
নিবেদন আর প্রেরণা দিয়ে ফাইনাল জেতা যাবে না: আনচেলত্তি
-
গ্র্যান্ড স্ল্যামে ফেরা জোকোভিচের দারুণ জয়
-
মোহনবাগানের জয়ে স্বপ্নভঙ্গ কিংসের
-
শরনার্থীদের সাহায্যে নিলামে উঠবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বল
-
এখন এমবাপেকে নিয়ে কথা বলার সময় নয়: বেনজেমা
-
‘কাজ এখনও শেষ হয়নি’ রিয়াল ম্যাচের আগে সালাহ
-
‘দলে জায়গা পাওয়ার চ্যালেঞ্জ থাকা ভালো’
-
গোকুলামকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল কিংস
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে
- এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি