বাঁ পায়ের চোটে মৌসুম শেষ নয়ারের

রিয়াল মাদ্রিদের কাছে কোয়ার্টার-ফাইনালে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার ম্যাচে আরেকটি ধাক্কা খেয়েছে বায়ার্ন মিউনিখ। চোট পেয়ে মৌসুম শেষ হয়ে গেছে গোলরক্ষক মানুয়েল নয়ারের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2017, 10:55 AM
Updated : 19 April 2017, 11:30 AM

গত মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন হারে ৪-২ গোলে। দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে সেরা চারের আশা শেষ হয়ে যায় বুন্ডেসলিগার চ্যাম্পিয়নদের।

ওই ম্যাচের অতিরিক্ত সময়ে ক্রিস্তিয়ানো রোনালদোর তৃতীয় গোল করার মুহূর্তে বাঁ পায়ে চোট পান নয়ার। পরে বায়ার্নের ওয়েবসাইটে ৩১ বছর বয়সী এই গোলরক্ষকের চোট পাওয়ার কথা জানানো হয়। বলা হয়, মিউনিখে ফেরার পর পরীক্ষা-নিরীক্ষার শেষে প্রয়োজনীয় চিকিৎসা শুরু হবে।

এরপর বায়ার্ন চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে নিশ্চিত করেন, আট সপ্তাহের জন্য নয়ারের মাঠের বাইরে চলে যাওয়ার কথা।

“নয়ার মারাত্মক চোটে ভুগছে। আট সপ্তাহের জন্য সে খেলার বাইরে থাকবে।”

২০১৬-১৭ মৌসুমে কার্লো আনচেলত্তির দলের সর্বোচ্চ সাত ম্যাচ বাকি রয়েছে। এর মধ্যে আছে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জার্মান কাপের গুরুত্বপূর্ণ সেমি-ফাইনালও।