মাঠে মরা ইঁদুর ছুড়ে মারলো দর্শক!

উচ্ছ্বাস বা হতাশায় মাঠে কত কিছুই না ছুড়ে মারেন সমর্থকরা। বিয়ারের বোতল, কয়েন, আরও কত কিছু। তাই বলে মরা ইঁদুর? হ্যাঁ, ঠিক তাই ঘটেছে ড্যানিশ সুপার লিগে ব্রন্ডবি ও এফসি কোপেনহেগেনের ম্যাচে!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2017, 01:00 PM
Updated : 18 April 2017, 01:00 PM

নিজেদের মাঠে সোমবার ম্যাচটিতে ১-০ গোলে হারে ব্রন্ডবি।

৮৫তম মিনিটে কর্নার পায় অতিথি দল কোপেনহেগেন। শটটি নিতে আসেন দলটির রক্ষণভাগের খেলোয়াড় লুডভিগ অগাস্টিনসন। তখনই এই লেফট-ব্যাকের দিকে কিছু মরা ইঁদুর ছুড়ে মারেন স্বাগতিক দলের এক সমর্থক।

ওই সমর্থকের এমন আচরণের কঠোর সমালোচনা করেছেন ব্রন্ডবির স্পোর্টিং ডিরেক্টর ট্রোলস বেখ। এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

"পয়েন্ট ছাড়া মাঠ ছাড়তে হওয়ায় অবশ্যই আমরা বিরক্ত। কিন্তু এটাও সমান দুর্ভাগ্যজনক যে, আজকের ম্যাচ দেখতে আসা কিছু দর্শক যথার্থ আচরণের বিষয়টি চিন্তা করেনি।"