কষ্টের জয়ে আশা টিকিয়ে রাখল আর্সেনাল

মিডলসবরোর মাঠে কষ্টের জয়ে শীর্ষ চারে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করার আশা টিকিয়ে রেখেছে আর্সেনাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2017, 09:23 PM
Updated : 18 April 2017, 05:41 AM

সোমবার রাতে আলেক্সিস সানচেস ও মেসুত ওজিলের গোলে ২-১ ব্যবধানে জিতেছে আর্সেন ভেঙ্গারের দল।

এক ম্যাচ কম খেলে চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে আছে আর্সেনাল।

প্রতিপক্ষের মাঠে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও শুরুর দিকে গোলরক্ষকের তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি আর্সেনাল।

৪২তম মিনিটে সানচেসের দুর্দান্ত ফ্রি-কিকে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আর্সেনাল। চলতি লিগে চিলির এই ফরোয়ার্ডের এটি ১৯তম গোল।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে দারুণ এক প্রতিআক্রমণ থেকে সমতায় ফেরে মিডলসবরো। স্টুয়ার্ট ডাউনিংয়ের মাপা ক্রসে ভলিতে আলভারো নেগ্রেদো গোলরক্ষক পেতর চেককে পরাস্ত করেন।

৭১তম মিনিটে ফের এগিয়ে যায় আর্সেনাল। সানচেসের উঁচু করে বাড়ানো বল অ্যারন র‌্যামজি বুক দিয়ে নামিয়ে ওজিলকে বাড়ান। জার্মানির এই মিডফিল্ডার নিখুঁত শটে বর কাছের পোস্ট দিয়ে জালে জড়ান।

২০০৮ সালের ডিসেম্বরের পর এই প্রথম মিডলসবরোর মাঠে লিগ ম্যাচে জিতল আর্সেনাল। মাঝের চার ম্যাচে ভেঙ্গারের দল দুটিতে হেরেছিল; দুটিতে ড্র করেছিল।

সোমবার রাতের এই জয়ে ৩১ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে আর্সেনাল। তিন পয়েন্ট বেশি নিয়ে পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩২ ম্যাচে ৬৪।

৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। ৪ পয়েন্ট কম নিয়ে শিরোপা লড়াইয়ে আছে টটেনহ্যাম হটস্পার। তৃতীয় স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৩ ম্যাচে ৬৬।