কষ্টের জয়ে আশা টিকিয়ে রাখল আর্সেনাল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Apr 2017 03:23 AM BdST Updated: 18 Apr 2017 11:41 AM BdST
মিডলসবরোর মাঠে কষ্টের জয়ে শীর্ষ চারে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করার আশা টিকিয়ে রেখেছে আর্সেনাল।
সোমবার রাতে আলেক্সিস সানচেস ও মেসুত ওজিলের গোলে ২-১ ব্যবধানে জিতেছে আর্সেন ভেঙ্গারের দল।
এক ম্যাচ কম খেলে চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে আছে আর্সেনাল।
প্রতিপক্ষের মাঠে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও শুরুর দিকে গোলরক্ষকের তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি আর্সেনাল।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে দারুণ এক প্রতিআক্রমণ থেকে সমতায় ফেরে মিডলসবরো। স্টুয়ার্ট ডাউনিংয়ের মাপা ক্রসে ভলিতে আলভারো নেগ্রেদো গোলরক্ষক পেতর চেককে পরাস্ত করেন।
৭১তম মিনিটে ফের এগিয়ে যায় আর্সেনাল। সানচেসের উঁচু করে বাড়ানো বল অ্যারন র্যামজি বুক দিয়ে নামিয়ে ওজিলকে বাড়ান। জার্মানির এই মিডফিল্ডার নিখুঁত শটে বর কাছের পোস্ট দিয়ে জালে জড়ান।

সোমবার রাতের এই জয়ে ৩১ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে আর্সেনাল। তিন পয়েন্ট বেশি নিয়ে পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩২ ম্যাচে ৬৪।
৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। ৪ পয়েন্ট কম নিয়ে শিরোপা লড়াইয়ে আছে টটেনহ্যাম হটস্পার। তৃতীয় স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৩ ম্যাচে ৬৬।
-
ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
-
চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
-
কাবরেরার ধাঁচে অভ্যস্ত হচ্ছেন সাদ-হেমন্তরা
-
এমবাপের সিদ্ধান্ত জানেন না পিএসজি কোচ
-
বরুশিয়া ডর্টমুন্ডের কোচ বরখাস্ত
-
‘কঁতে আমাদের নেইমার-এমবাপে’
-
ব্রাজিলিয়ান ক্লাব মিনেইরোর অজেয় রেকর্ড
-
‘গ্যারেথ বেল সবসময় রিয়ালের সমর্থকদের হৃদয়ে থাকবে’
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)
- উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার পর করণীয়
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের