মৌসুম শেষে চেলসি ছাড়বেন টেরি

মৌসুম শেষে অধিনায়ক জন টেরি স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে যাবেন বলে চেলসি ঘোষণা দিয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2017, 05:05 PM
Updated : 17 April 2017, 05:05 PM

১৯৯৮ সালে চেলসিতে অভিষেক হওয়ার পর এই সেন্টার-ব্যাক ক্লাবের হয়ে ৭১৩টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৬৬টি।

চেলসিকে ৫৭৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন টেরি, যা ক্লাব রেকর্ড। এ মৌসুমে অবশ্য প্রিমিয়ার লিগের মাত্র চারটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন ৩৬ বছর বয়সী টেরি।

টেরি বলেন, “আমি মনে করি, মাঠে এখনও আমার অনেক কিছু দেওয়ার আছে। কিন্তু বুঝতে পারছি, চেলসিতে আমার সম্ভাবনা সীমাবদ্ধ হয়ে পড়বে।”

রন হ্যারিস আর পিটার বোনেটির পর ক্লাবের হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন টেরি।

চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, চারটি প্রিমিয়ার লিগ, পাঁচটি এফএ কাপ, ইউরোপা লিগ ও তিনটি লিগ কাপ জিতেছেন টেরি। এ বছরও পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা চেলসির প্রিমিয়ার লিগ জেতার জোর সম্ভাবনা আছে।