চ্যাম্পিয়নশিপ লিগেই থাকবে ‘চ্যাম্পিয়ন’ ফকিরেরপুল

আর্থিক ও সাংগঠনিক ঝামেলায় থাকা ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের দাবি মেনে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রিমিয়ার লিগে খেলতে না চাওয়া দলটিকে পরের বছরের চ্যাম্পিয়নশিপ লিগে খেলার অনুমতি দিয়েছে ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2017, 01:24 PM
Updated : 17 April 2017, 01:24 PM

ঘরোয়া ফুটবলের দ্বিতীয় ধাপের টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপ লিগের গত আসরে সেরা হয়ে প্রিমিয়ার লিগে উঠে আসে ফকিরেরপুল। কিন্তু লিগে খেলার সুযোগটা দলটি পায়ে ঠেলে আর্থিক ও সাংগঠনিক সমস্যার কথা বলে।

ফকিরেরপুলের আবেদনের প্রেক্ষিতে সোমবার বাফুফের নির্বাহী কমিটি জরুরি সভায় বসে। সভা শেষে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানান, দলটির দাবি মেনে নেওয়ার কথা।

“আমরা ফকিরেপুলের দাবি মেনে নিয়ে তাদের চ্যাম্পিয়নশিপ লিগে খেলার সুযোগ দিচ্ছি। এছাড়া তাদের ১১জন ফুটবলারকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তারা চাইলে এখন যে কোনো দলে খেলতে পারবে।”

ফকিরেপুল সরে দাঁড়ানোয় ১২ দল নিয়ে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরের আসর।