‘দাভিদ লুইস বিশ্বসেরা ডিফেন্ডার’

দাভিদ লুইসকে বিশ্বের সেরা ডিফেন্ডারদের একজন বলে মনে করেন চেলসির কোচ আন্তোনিও কোন্তে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2017, 02:06 PM
Updated : 16 April 2017, 02:06 PM

২০১১ সালে চেলসিতে নাম লেখানো ব্রাজিলের লুইসের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিলেন দলের সাবেক কোচ জোসে মরিনিয়ো। ২০১৪ সালে ফান্সের ক্লাব পিএসজির কাছে বিক্রি করে দেওয়া হয় এই খেলোয়াড়কে।চলতি মৌসুমে কোচের দায়িত্ব নিয়ে কোন্তে লুইসকে স্ট্যামফোর্ড ব্রিজে আবারও ফেরত আনেন।

২৯ বছর বয়সী লুইসের প্রশংসা করে কোন্তে বলেন, “দাভিদ যখন ইংল্যান্ডে ফিরে আসে, তখন তার সম্পর্কে আমি অনেক বাজে কিছু শুনেছিলাম। … তার জন্য এটা বড় একটি চ্যালেঞ্জ ছিল, আমার জন্যও চ্যালেঞ্জ ছিল। আমরা যখন তাকে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা নিশ্চিত ছিলাম, আমরা খুব ভালো একজন খেলোয়াড়কেই নিচ্ছি।”

“আমরা তাকে ইউরোপের সেরা একজন ডিফেন্ডারের জায়গায় নিয়ে এসেছি। আমি মনে করি, বিশ্বেও সে সেরাদের একজন।”

লুইস দারুণ খেললেও ডিফেন্ডারদের বর্ষসেরা খেলোয়াড় হতে পারাটা অনেক কঠিন বলে মনে করেন চেলসি কোচ।

“তার টেকনিক ভালো, সে শক্তিশালী। সে বলে নিয়ন্ত্রণটা শুরু করতে পারে এবং এটা করার মতো ব্যক্তিত্ব আছে।”