‘দিবালা বিশ্বের অন্যতম সেরা’

বার্সেলোনার জালে জোড়া গোল করা পাওলো দিবালার প্রশংসায় পঞ্চমুখ জানলুইজি বুফ্ফন। আর্জেন্টিনার ফরোয়ার্ডকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় বলে মনে করেন ইউভেন্তুসের এই গোলরক্ষক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2017, 09:25 AM
Updated : 12 April 2017, 02:07 PM

গত মঙ্গলবার নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে দিবালার নৈপুণ্যে বার্সেলোনাকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয় ইউভেন্তুস।

চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে টানা সাত ম্যাচ কোনো গোল না খাওয়া বুফ্ফন বার্সেলোনার বিপক্ষেও দারুণ কিছু সেভ করেছেন। ম্যাচ শেষে তরুণ সতীর্থকে নিয়েও কথা বলেন তিনি।

“গত দুই বছরে নাটকীয়ভাবে দিবালা বেড়ে উঠেছে। যখন আমি ক্লাবের পরিচালক বা ফুটবলে আমার যারা বন্ধু আছে, তাদের সঙ্গে কথা বলি, প্রায়ই তাদের বলি, বিশ্বের সেরা পাঁচ ফুটবলারের একজন হওয়ার জন্য দিবালা যথেষ্ঠ ভালো এবং সে সেরা তিনের বাইরে থাকবে না।”

বুফ্ফন এটাও মনে করিয়ে দেন, দিবালাকেও সবসময় ধারাবাহিকতার সঙ্গে প্রমান করতে হবে যে সে তাকে নিয়ে এই প্রত্যাশার যোগ্য।

দিবালার দ্বিতীয় গোলের আগে ইনিয়েস্তার শট ফিরিয়ে ইউভেন্তুসকে জয়ের পথে রাখেন বুফ্ফন। ৩৯ বছর বয়সী এই গোলরক্ষক জানালেন আরও উন্নতি করতে চাওয়ার কথা।

“আমি সেরা একটা দলে খেলি এবং সতীর্থদের সমর্থনও পাই। তবে প্রতিটি ম্যাচে আমাকে প্রমাণ করা দরকার, আমি এখনও দলে জায়গা পাওয়ার যোগ্য।”