এফএ কাপের সেমি-ফাইনালে অনিশ্চিত জেসুস

এফএ কাপের সেমি-ফাইনালে আর্সেনালের বিপক্ষে গাব্রিয়েল জেসুসকে পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। ম্যাচটির আগে ব্রাজিলের এই স্ট্রাইকার পায়ের হাড় ভাঙার চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারবে না বলে মনে করেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2017, 12:55 PM
Updated : 11 April 2017, 12:55 PM

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আগামী ২৩ এপ্রিল প্রতিযোগিতাটির শেষ চারে মুখোমুখি হবে দল দুটি। সিটি এই লড়াইয়ে জয় পেলে ফাইনালে জেসুসের খেলার ব্যাপারে আশাবাদী গুয়ার্দিওলা।

গত ফেব্রুয়ারিতে ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে খেলতে নেমে পায়ের মেটাটারসাল ভেঙ্গে যায় ব্রাজিলের এই তরুণ স্ট্রাইকারের। পরে তার পায়ে অস্ত্রোপচার করাতে হয়। ধারণা করা হচ্ছে মে মাসের শুরুর দিকে মাঠে ফিরতে পারবেন।

গুয়ার্দিওলা সাংবাদিকদের বলেন, “দুই সপ্তাহ? আমি মনে করি, তার জন্য (সময়টা) কম হয়ে যায়। (এফএ কাপের) ফাইনালে আশা করা যায়, যদি আমরা ওঠতে পারি।”

এফএ কাপের ফাইনাল আগামী ২৭ মে।