পাঁজরের হাড় ভেঙেছে পেপের

আতলেতিকো মাদ্রিদের কাছে পয়েন্ট খোয়ানো ম্যাচে রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা হয়েছে পেপের চোট। নির্ভরযোগ্য এই ডিফেন্ডারের বুকের বাঁ পাশের পাঁজরের দুটি হাড় ভেঙে গেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2017, 08:24 AM
Updated : 9 April 2017, 12:32 PM

গত শনিবার আতলেতিকোর সঙ্গে ১-১ গোলে ড্র ম্যাচের দ্বিতীয়ার্ধে সতীর্থ টনি ক্রুসের সঙ্গে সংঘর্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন রিয়ালের গোলদাতা পেপে। পরে রিয়াল পর্তুগিজ এই ডিফেন্ডারের পাঁজরের হাড় ভাঙার কথা জানায়।

রিয়াল এক বিবৃতিতে জানায়, হাসপাতালে পরীক্ষায় দেখা গেছে পেপের বাঁ পাজরের ৭ ও ৮ নম্বর হাড় ভেঙেছে।

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ খেলতে বায়ার্ন মিউনিখের মাঠে যাবে রিয়াল মাদ্রিদ। আগামী ২৩ এপ্রিল লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গেও ম্যাচ রয়েছে দলটির।

৩৪ বছর বয়সী পেপের এই মৌসুম শেষে রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হবে।

চোটের কারণে সেন্টার-ব্যাক রাফায়েল ভারানে আতলেতিকোর বিপক্ষে খেলতে পারেননি। বায়ার্নের ম্যাচের আগে পেপে ছিটকে পড়ায় চিন্তা বাড়ল রিয়াল কোচ জিনেদিন জিদানের।