দুই ব্রাজিলিয়ানের গোলে জিতল লিভারপুল

প্রথমার্ধে পিছিয়ে পড়েও স্টোক সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে লিভারপুল। ফিলিপে কৌতিনিয়ো ও রবের্তো ফিরমিনোর গোলে ২-১ ব্যবধানে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2017, 04:23 PM
Updated : 8 April 2017, 05:04 PM

শনিবারের এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান ধরে রেখেছে লিভারপুল।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের অষ্টাদশ মিনিটে এগিয়ে যেতে পারতো লিভারপুল। কিন্তু জেমস মিলনারের কাছ থেকে ডি-বক্সে বল পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি দিভক ওরিগি।

৩২তম মিনিটে গোলের ভালো একটি সুযোগ পায় স্বাগতিকরা। কিন্তু মার্কো আর্নাউতোভিচের শট চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে। চার মিনিট পর আরেকটি সুযোগ নষ্ট করেন জেরদান শাকিরি।

৪৪তম মিনিটে এগিয়ে যায় স্টোক সিটি। শাকিরির ক্রসে হেডে বল জালে জড়ান জোনাথন ওয়াল্টার্স।

বিরতির পর কৌতিনিয়ো ও ফিরমিনোকে মাঠে নামান লিভারপুল কোচ। ব্রাজিলের দুই তারকার উপস্থিতি বদলে দেয় ম্যাচের দৃশ্যপট। দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেন তারা।

৭০তম মিনিটে ডি-বক্সের বাঁ-দিক থেকে জোরালো শটে সমতাসূচক গোলটি করেন কৌতিনিয়ো। আর ৭২তম মিনিটে দারুণ এক ভলিতে জয়সূচক গোলটি করেন ফিরমিনো।

এই জয়ের পর ৩২ ম্যাচে লিভারপুলের পয়েন্ট হলো ৬৩।

একই দিন নিজেদের মাঠে ওয়াটফোর্ডকে ৪-০ গোলে হারানো টটেনহ্যাম হটস্পার ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।