লিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো-কে বিশ্বসেরা? বিতর্ক আছে ঢের। তবে ব্রাজিলের গ্রেট রোমারিওর বিশ্বাস, এ দুজনের কেউ নন, সময়ের সেরা ফুটবলার নেইমার।
Published : 08 Apr 2017, 05:06 PM
২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে হয়ে উঠেছেন দলটির অন্যতম সেরা তারকা। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত ১৫টি গোল করেছেন তিনি। গেল সপ্তাহে কাতালুনিয়ার ক্লাবটির হয়ে ১০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন আক্রমণভাগের এই খেলোয়াড়।
জাতীয় দলেও দারুণ ছন্দে আছেন এই তারকা ফরোয়ার্ড। বাছাইপর্ব পেরিয়ে আগামী বছর হতে যাওয়া রাশিয়া বিশ্বকাপের মূল পর্বের টিকেট সবার আগে পেয়েছে ব্রাজিল। এতে ছয়টি গোল করে বড় অবদান রেখেছেন ২৫ বছর বয়সী নেইমার।
উত্তরসূরির প্রশংসায় ইএসপিএনকে রোমারিও বলেন, "বর্তমানে নেইমার আমাদের (ব্রাজিলের) সবচেয়ে বড় তারকা। মেসি ও রোনালদোর প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, এই মুহূর্তে সে বিশ্বের সেরা খেলোয়াড়...।"
"সে বার্সা ও সেলেসাও, উভয় দলের হয়েই ভালো করছে। নেইমারকে এই গ্রহের নাম্বার ওয়ান ঘোষণা করাটা এখন সময়ের ব্যাপার।"
রোমারিওর বিশ্বাস, আগামী বিশ্বকাপে নেইমার দারুণ কিছু করে দেখাবে। তাকে ঘিরে ব্রাজিলের মানুষ রাশিয়ায় শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বলেও জানান ১৯৯৪ সালে দেশকে বিশ্বকাপ জেতানো সাবেক তারকা।