‘সুয়ারেস বিশ্বের সেরা ফরোয়ার্ড’

সেভিয়ার বিপক্ষে দাপুটে জয়ে দারুণ অবদান রাখা লুইস সুয়ারেসের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন লুইস এনরিকে। লা লিগার এই ম্যাচে একটি করে গোল করা ও করানো উরুগুয়ের তারকাকে বিশ্বের সেরা ফরোয়ার্ড বলে মনে করছেন বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2017, 12:46 PM
Updated : 6 April 2017, 01:50 PM

গত মৌসুমে সুয়ারেস ছিলেন দলের সর্বোচ্চ গোলদাতা, এবারও আছেন দারুণ ছন্দে। বুধবার রাতে সেভিয়ার বিপক্ষে ২৫তম মিনিটে ওভারহেড কিকে দলকে এগিয়ে দেন সুয়ারেস।

এর তিন মিনিট পর ডান দিক থেকে সুয়ারেসের কাটব্যাক পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ম্যাচটি ৩-০ গোলে জিতে বার্সেলোনা। তৃতীয় গোলটিও করেন আর্জেন্টিনা অধিনায়ক।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিগে এ মৌসুমে ২৪ গোল করা সুয়ারেসের প্রশংসায় এনরিকে বলেন, “আমার মতে, লুইস সুয়ারেস শুধু তার খেলার শারীরিক সক্ষমতার বিচারেই নয়, গোলপোস্ট কোথায় আছে জেনে ডি-বক্সের মধ্যে এক ছোঁয়ায় বলে শট নেওয়ার বিবেচনাতেও সে দারুণ খেলোয়াড়।”

“এটা পরিষ্কার যে, শারীরিক গঠনের কারণেই তার ক্ষমতা অনেক বেশি কিন্তু বিষয়টা শুধু তার শারীরিক দক্ষতা নয়।”

“তার দ্রুত শট নেওয়া এবং গতিবিধির সামর্থ্য চমৎকার। আর এগুলোই তাকে বিশ্বের সেরা নাম্বার নাইন খেলোয়াড় তৈরি করেছে।”

৩০ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৬৯। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।