‘প্যারিসের মতো বিধ্বস্ত আর হবে না বার্সা’

পিএসজির মাঠে বার্সেলোনার বিধ্বস্ত হওয়ার ঘটনায় আশাবাদী হয়ে উঠতে পারে চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ ক্লাবটির পরের প্রতিপক্ষ ইউভেন্তুস। তবে দলটির তারকা স্ট্রাইকার গনসালো হিগুয়াইন মনে করেন, স্প্যানিশ চ্যাম্পিয়নদের ওরকম খারাপ দিন আর আসবে না।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2017, 10:17 AM
Updated : 5 April 2017, 10:30 AM

চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর প্রথম লেগে ফ্রান্সের ক্লাব পিএসজির মাঠে ৪-০ গোলে হেরে গিয়েছিল বার্সেলোনা। হিগুয়াইনের মতে, লুইস এনরিকের দলের সেটা শুধুই একটা ‘খারাপ দিন’ ছিল। পরে অবশ্য ফিরতি পর্বে ঘরের মাঠে ৬-১ গোলের ইতিহাস গড়া জয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে লিওনেল মেসি-নেইমাররা।

চ্যাম্পিয়ন্স লিগে সেরা প্রত্যাবর্তনের ইতিহাস গড়া দলটির বিপক্ষেই সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ইউভেন্তুস। দুই লেগের লড়াইয়ের প্রথম পর্ব হবে আগামী মঙ্গলবার, ইতালির ক্লাবটির মাঠে।

সতীর্থদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে হিগুয়াইন উয়েফাকে বলেন, “প্যারিসে বার্সেলোনার একটা খারাপ দিন গেছে। এ রকম (দিন) তাদের জন্য ফের আসবে বলে মনে হয় না।”

“ফুটবল খুব দ্রুত পাল্টে যায়। যে দলটাকে মনে হচ্ছিল বাদ পড়ে গেছে, তারাই এখন কোয়ার্টার-ফাইনালে।”

২০১৪-১৫ আসরের ফাইনালে বার্সেলোনার কাছে হেরেই শিরোপা স্বপ্ন ভাঙে সবশেষ ১৯৯৬ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতা ইউভেন্তুসের। শেষ আটের লড়াইটিকে তাই এবার তারা দেখছে প্রতিশোধের সুযোগ হিসেবে।

আর গত জুলাইয়ে নাপোলি থেকে ইউভেন্তুসে আসা আর্জেন্টিনার ফরোয়ার্ড হিগুয়াইনের দৃঢ় বিশ্বাস, এবার ইউভেন্তুস তাদের ইতিহাসের তৃতীয় ইউরোপ সেরার ট্রফি জিতবে।