বার্সেলোনা ম্যাচ নিয়ে রোমাঞ্চিত সাম্পাওলি

বার্সেলোনার বিপক্ষে লা লিগার সামনের ম্যাচ নিয়ে দারুণ রোমাঞ্চিত হোর্হে সাম্পাওলি। এ ম্যাচ নিয়ে কথা বলার ফাঁকে প্রতিপক্ষ দলের সেরা তারকা লিওনেল মেসিকে নিয়ে নিজের মুগ্ধতা আবারও জানিয়েছেন সেভিয়ার এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2017, 06:41 AM
Updated : 5 April 2017, 07:08 AM

বুধবার রাতে কাম্প নউয়ে বার্সেলোনার বিপক্ষে খেলবে সেভিয়া। লিগে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকা সেভিয়া চতুর্থ স্থানে।

তবে নিজেদের মাঠে লিগের শেষ চার ম্যাচে প্রতিপক্ষের জালে ১৭ গোল করা বার্সেলোনাকে নিয়ে ভীত নন সাম্পাওলি।

“সেখানে (কাম্প নউয়ে) যাওয়া এবং জয়ের কথা কল্পনা করা খুবই কঠিন কিন্তু এটা রোমাঞ্চকরও।”

“লিগ শিরোপার চ্যালেঞ্জ জানানোর চিন্তা নিয়ে আমরা সেখানে যাব না। আমরা একটা সময় এই লক্ষ্যের কাছাকাছি ছিলাম, কিন্তু সেটা আমাদের কাছ থেকে দূরে সরে গেছে। কিন্তু যার বিপক্ষেই এবং যেখানেই খেলি না কেন এই জার্সি গায়ে জড়ানোর গর্ব সবসময়ই থাকে।”

সাম্পাওলির বার্সেলোনার কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে ইদানিং গুঞ্জন শোনা যাচ্ছে। সে বিষয় নিয়ে মজাও করেছেন ৫৭ বছর বয়সী এই আর্জেন্টাইন কোচ।

“মেসিকে দেখা সবসময় আনন্দের; বিশ্বসেরা খেলোয়াড়, যে কিনা আর্জেন্টাইন তাকে দেখা তো সবসময় উপভোগ্য ব্যাপারই।”

“যখন আমি বলি আমি মেসির কোচ হব, হয়ত আমি বলতে চেয়েছি রোসারিওর নিওয়েলসে মেসি যখন খেলতে যাবে, তখনকার কথা।”