ফার্গুসনের জন্যই ৭ নম্বর জার্সি: রোনালদো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Apr 2017 05:41 PM BdST Updated: 04 Apr 2017 05:45 PM BdST
ক্যারিয়ারের শুরু ২৮ নম্বর জার্সি পরে, ম্যানচেস্টার ইউনাইটেডে এসে পেলেন ৭ নম্বর। ধীরে ধীরে ক্রিস্তিয়ানো রোনালদো হয়ে উঠলেন আজকের 'সিআর সেভেন'। ক্যারিয়ারের চূড়ায় বসে পর্তুগিজ ফরোয়ার্ড জানালেন, কিংদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসনের বলাতেই এই জার্সি পরেছিলেন তিনি।
বিষয়টি শুরুতে বিস্ময়কর লেগেছিল রোনালদোর। কেননা ইউনাইটেড শিবিরে ৭ নম্বর জার্সি মানে অনেক কিছু। এই জার্সি পড়ে খেলেছেন জর্জ বেস্ট, এরিক কান্তোনা ও ডেভিড বেকহ্যামের মতো ফুটবলাররা!
সম্প্রতি এক প্রচারণামূলক অনুষ্ঠানে গিয়ে রোনালদো শোনান এই জার্সি পরার পেছনের গল্প। ইউনাইটেডে প্রথমদিকে তার জন্য ২৮ নম্বর জার্সি রাখা হয়েছিল। পেশাদার ক্যারিয়ারের শুরুর ক্লাব স্পোর্তিং লিসবনেও তাই পরতেন। কিন্তু ফার্গুসন তাকে বলেন, ৭ নম্বর পরতে।
"দেখ, আমি চাই, তুমি ৭ নম্বর জার্সি পরো।"
"আমি অবাক হয়েছিলাম। কারণ আমি জানতাম, সব গ্রেট খেলোয়াড়রা এই জার্সি পরেছে।"

২০০৯ সালে ৯ কোটি ৪০ লাখ ইউরোতে রিয়াল মাদ্রিদে আসার আগে ইংল্যান্ডের ক্লাবটির হয়ে প্রথমবার বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত হন তারকা এই ফরোয়ার্ড।
ওল্ড ট্র্যাফোর্ডে সময়টা দারুণ কাটিয়েছেন বলে জানালেন রোনালদো।
"এটা ছিল ফুটবলে আমার সফল ধাপের শুরু। (ওখানে) আমি কেবল আমার ফুটবল দক্ষতার উন্নতিই করিনি, আমার শারীরিক উন্নতিও হয়েছিল।"
"সেখানে (ইউনাইটেডে)পাঁচ বছরে আমি ফুটবলের শিল্পটা শিখেছি। একসঙ্গে আমরা অনেক কিছু জিতেছি। এটা আমার জন্য ছিল একটি স্বপ্ন।"
-
এভারটনকে হারিয়ে ক্ষতে প্রলেপ চেলসির
-
‘রোনালদোর ম্যাচ’ নিয়ে আশায় ইউভেন্তুস কোচ
-
সেরে গেছে বেলের ‘মনের ক্ষত’
-
নেপালে প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ
-
আফগানদের বিপক্ষে ঘরের মাঠেই খেলতে চায় বাংলাদেশ
-
ক্যারিয়ারের ‘কঠিনতম সময়ে’ ক্লপ
-
সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষুব্ধ সিমেওনে
-
চ্যাম্পিয়নশিপ লিগে ফরাশগঞ্জ ও নোফেলের জয়
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবি