শিষ্যদের গোল করার সামর্থ্যে সন্তুষ্ট জিদান

দলের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ায় ঘাটতি ছিল স্পষ্ট। মাঝমাঠে বারবার বলের দখল হারানোয় তার প্রমাণ। তবে নিজেদের সেরা রূপে না থেকেও শিষ্যদের গোল করার সামর্থ্যে দারুণ খুশি রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2017, 12:05 PM
Updated : 3 April 2017, 12:05 PM

রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে আলাভেসের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতে রিয়াল। প্রথমার্ধে করিম বেনজেমার গোলে এগিয়ে যাওয়া রিয়ালকে বিরতির পর বেশ ভুগতে দেখা যায়। আক্রমণের হিসেবে দ্বিতীয়ার্ধের অনেকটা সময় আধিপত্য করে দশম স্থানে থেকে খেলতে নামা আলাভেস।

শেষদিকে দুর্দান্ত রূপে ঘুরে দাঁড়ানো রিয়াল তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় নিশ্চিত করে। ৮৫তম মিনিটে ক্রিস্তিয়ানো রোনালদোর বাড়ানো বল ধরে দুরূহ কোণ থেকে জালে জড়ান ইসকো। শেষ গোলটি করেন নাচো ফের্নান্দেস। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শিষ্যদের ভালো না খেলেও গোল করার যোগ্যতার প্রশংসা করেন জিদান।

“উদারণস্বরূপ, দ্বিতীয় গোলটি। আমরা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সময়টা ভালো যাচ্ছিল না, কারণ আমরা মাঝমাঠে বল হারাচ্ছিলাম। তখন বল ক্রিস্তিয়ানোর কাছে যায়। সে পাস দেয় ইসকোকে আর সে শেট নেয় এবং গোল। আমরা জানি, এটা আমরা যেকোনো মুহূর্তে করতে পারি। এই দলের সেই সামর্থ্য আছে।”

এই জয়ের পর রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৮ ম্যাচে ৬৮।

রোববার দিনের অন্য ম্যাচে গ্রানাদাকে ৪-১ গোলে হারানো বার্সেলোনা ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

২৯টি করে ম্যাচ খেলা আতলেতিকো মাদ্রিদ ও সেভিয়ার পয়েন্ট সমান ৫৮।