নেইমারের কাছে হাজার গোলের আশা বার্সা কোচের

বার্সেলোনার জার্সিতে শততম গোলের মাইলফলকে পৌঁছানো নেইমারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন লুইস এনরিকে। ব্রাজিলের এই ফরোয়ার্ডের কাছে হাজার গোল প্রত্যাশা করছেন বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2017, 11:38 AM
Updated : 3 April 2017, 11:38 AM

রোববার রাতে গ্রানাদার বিপক্ষে পুরোটা সময় দুর্দান্ত খেলে যোগ করা সময়ে লুইস সুয়ারেসের বাড়ানো বলে ভলি করে ক্লাবের হয়ে শততম গোলটি করেন নেইমার। লা লিগার ম্যাচটি ৪-১ গোলে জিতে বার্সেলোনা।

সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭৭ ম্যাচ খেলে এই কীর্তি গড়া ২৫ বছর বয়সী শিষ্যের উচ্ছ্বসিত প্রসংসা করেন এনরিকে।

“এইসব সংখ্যা তার মতো একজন দানবের কাছেই ধরা দেয়।”

“ফুটবল বিশ্বে প্রতিপক্ষের রক্ষণভাগকে এলোমেলো করে দেওয়া খেলোয়াড়দের মধ্যে সে অন্যতম। এই ক্লাবে তাকে চুক্তিভুক্ত করাটা ছিল দারুণ এক সিদ্ধান্ত।”

“আশা করি, সে আরও ৯০০ গোল করবে। আর আমরা যেন আরও অনেক বছর তাকে বার্সেলোনায় দেখতে পারি।”

চলতি মৌসুমে লা লিগায় নেইমারের গোল আটটি আর সব মিলিয়ে ১৫টি।

জাতীয় দলের হয়েও একের পর এক গোল করে চলেছেন ২০১৫ সালে বর্ষসেরা ফুটবলারের দৌড়ে তৃতীয় হওয়া এই তারকা। রিও অলিম্পিকে দেশকে সোনা জেতানো নেইমার এ পর্যন্ত ব্রাজিলের হয়ে ৫২টি গোল করেছেন।