নাদালকে উড়িয়ে মায়ামিতে চ্যাম্পিয়ন ফেদেরার

সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে আরেকটি শিরোপা যোগ করেছেন রজার ফেদেরার। রাফায়েল নাদালকে হারিয়ে মায়ামি ওপেনের শিরোপা জিতেছেন ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই কিংবদন্তি তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2017, 10:08 PM
Updated : 2 April 2017, 10:08 PM

বাংলাদেশ সময় রোববার রাতের ফাইনালে ক্লে কোর্টের রাজা নাদালকে ৬-৩, ৬-৪ গেমে উড়িয়ে দেন ফেদেরার। মায়ামি ওপেনে এটা তার তৃতীয় শিরোপা।

ক্যারিয়ারে এই নিয়ে ৯১টি শিরোপা জিতলেন ফেদেরার। নাদালকে হারিয়েই জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সুইজারল্যান্ডের তারকা।

নাদালের বিপক্ষে ফেদেরারের এটা টানা চতুর্থ জয়। আর হার্ড কোটে ১৯ বারের মুখোমুখি দেখায় এটা তার দশম জয়। সব মিলিয়ে মুখোমুখি লড়াইয়ে অবশ্য ২৩-১৪ ব্যবধানে এগিয়ে ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল।

শিরোপা হাতে উচ্ছ্বসিত ৩৫ বছর বয়সী ফেদেরার বলেন, “বছরের শুরুটা কি দুর্দান্ত। আমি বিশ্বাস করতে পারছি না। আমার কাছে এটা স্বপ্নের পথচলা।”

মায়ামিতে এই নিয়ে পাঁচবার ফাইনালে উঠেও রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো নাদালকে। এর আগে ২০০৫, ২০০৮, ২০১১ ও ২০১৪ সালে ফাইনালে খেলেন তিনি।