আর্সেনাল কোচের কাছে অবসর মানে 'মৃত্যু'

এখনই অবসর নয়-জানিয়ে দিলেন আর্সেন ভেঙ্গার। এমনকি আর্সেনালের কোচের ভাবনাতেও নেই ক্যারিয়ারের ইতি টানার বিষয়টি। তার কাছে, অবসর মানেই তো 'মৃত্যু'।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2017, 02:46 PM
Updated : 2 April 2017, 02:46 PM

আগামী মৌসুমেও প্রিমিয়ার লিগ ক্লাবটির দায়িত্ব পালন করে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন ভেঙ্গার।

২০ বছর ধরে আর্সেনালের কোচের দায়িত্বে আছেন ভেঙ্গার। চলতি মৌসুম শেষে দলটির সঙ্গে তার চুক্তি শেষ হবে। নতুন চুক্তিও হয়নি এখনও। তবে সংবাদমাধ্যমের খবর, এই ফরাসি কোচকে চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

অবশ্য সাম্প্রতিক ব্যর্থতায় সমর্থকদের একটা বড় অংশের আস্থা হারিয়েছেন ভেঙ্গার। দল টানা সপ্তমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ায় এবং প্রিমিয়ার লিগে শেষ পাঁচ ম্যাচের চারটিতে হারায় তার চুক্তি না বাড়ানোর দাবি উঠেছে।

কিন্তু ভেঙ্গারের স্পষ্ট জবাব, "আমি অবসর নেবো না।"

সাংবাদিকদের তিনি আরও বলেন, "অবসর তরুণদের জন্য। বয়স্কদের অবসর মানে মরে যাওয়া। অবশ্যই, আমি যখন এখানে এসেছিলাম সেই সময়ের মতোই ক্ষুধার্থ আছি। ২০ বছর আগের থেকে এখন আমার কাঁধে বেশি চাপ থাকলেও ক্ষুধাটা একইরকম।"

২৭ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে ভেঙ্গারের দল।