ইতিহাস গড়ে গর্বিত লেস্টার কোচ

প্রথম ইংলিশ কোচ হিসেবে প্রিমিয়ার লিগে প্রথম চার ম্যাচ জয়ের রেকর্ড গড়ে 'গর্বিত' লেস্টার সিটির ক্রেইগ শেকস্পিয়ার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2017, 11:15 AM
Updated : 2 April 2017, 11:47 AM

ইংলিশ লিগ ক্যারিয়ারের শুরুতে টানা চার বা তার বেশি ম্যাচ জয়ের কীর্তি আছে মাত্র চার জন কোচের। তারা কেউই ইংলিশ নন।

২০০৯ সালে চেলসির হয়ে লিগে নিজের শুরুর ছয় ম্যাচ টানা জিতেছিলেন ইতালির কার্লো আনচেলত্তি। আর চলতি মৌসুমেই ম্যানচেস্টার সিটির হয়ে টানা ছয় ম্যাচে জয় পান স্পেনের পেপ গুয়ার্দিওলা।

২০০৪ সালে পর্তুগালের জোসে মরিনিয়ো ও ২০০৯ সালে নেদারল্যান্ডসের গাস হিডিঙ্ক চেলসির হয়ে শুরুর চার ম্যাচ জিতেছিলেন।

এই তালিকায় নিজের নাম দেখে গর্বিত শেকস্পিয়ার। সেরা কোচদের সারিতে নিজের নামটা অবিশ্বাস্য লাগছে গত ফেব্রুয়ারিতে ক্লাওদিও রানিয়েরির স্থলাভিষিক্ত ৫৩ বছর বয়সী এই কোচ।

শনিবার নিজেদের মাঠে স্টোক সিটিকে ২-০ গোলে হারিয়ে ত্রয়োদশ স্থানে উঠেছে লেস্টার। ২৯ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ৩৩।