সেই ক্রিস্টালের কাছেই হারল চেলসি

স্ট্যামফোর্ড ব্রিজে গত মৌসুমের লিগ ম্যাচেরই পুনরাবৃত্তি হলো। গতবারের মতো একই ব্যবধানে নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসের কাছে হারল চেলসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2017, 04:23 PM
Updated : 1 April 2017, 06:22 PM

শনিবার চেনা মাঠে এগিয়ে গিয়েও ক্রিস্টালের কাছে ২-১ ব্যবধানে হেরেছে চেলসি। চলতি লিগে টানা আট ম্যাচ অপরাজিত থাকার পর হারল তারা। অবশ্য ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আন্তোনিও কোন্তের দল।

ম্যাচের পঞ্চম মিনিটে ফাব্রেগাসের প্লেসিং ঠিকানা খুঁজে পেলে এগিয়ে যায় চেলসি। কিন্তু গ্যালারির উচ্ছ্বাস নবম মিনিটেই থামিয়ে দেয় ক্রিস্টাল। চেলসির ডিফেন্ডারদের বোকা বানিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন উইলফ্রেড জাহা।

চেলসি সমর্থকদের স্তব্ধ করে দিয়ে পরের মিনিটে এগিয়ে যায় অতিথিরা। ক্রিস্টিয়ান বেনটেকের গোলের নেপথ্যের কারিগরও জাহা। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে পেয়ে যাওয়া বল ছোট পাসে জাহা বেনটেককে বাড়ান; বেলজিয়ামের এই ফরোয়ার্ড সহজেই গোলরক্ষক থিবো করতোয়াকে পরাস্ত করেন।

দ্বিতীয়ার্ধে অতিথিদের রক্ষণ ভাঙতে পারেননি ফাব্রেগাসরা। স্ট্যামফোর্ড ব্রিজে আগের ১০টি লিগ ম্যাচ জেতার পর পেতে হয় তাই হারের স্বাদ।

টানা চতুর্থ জয়ে ২৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ষোড়শ স্থানে রয়েছে ক্রিস্টাল।

শনিবার বার্নলির মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরা টটেনহ্যাম হটস্পার ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

দিনের প্রথম ম্যাচে নিজেদের মাঠ অ্যানফিল্ডে এভারটনকে ৩-১ গোলে হারানো লিভারপুল ৩০ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের সঙ্গে গোলশূন্য ড্র করা ম্যানচেস্টার ইউনাইটেড ২৮ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।