শুটিংয়ে আরদিনা-তুরিং-আতকিয়া-মাহফুজা সেরা

জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপে শনিবার নিজেদের ইভেন্টে সেরা হয়েছেন আরদিনা ফেরদৌস, তুরিং দেওয়ান, আতকিয়া হাসান ও মাহফুজা জান্নাত।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2017, 02:55 PM
Updated : 1 April 2017, 02:55 PM

বাংলাদেশ শুটিং ফেডারেশন শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে ২২৭.১ স্কোর গড়ে প্রথম হয়েছেন কুষ্টিয়া রাইফেল ক্লাবের আরদিনা। আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের জান্নাতুল ফেরদৌসী (২১১.৯) দ্বিতীয় ও বিকেএসপি শুটিং ক্লাবের আলমিনা আক্তার (১৯১.৭) তৃতীয় হয়েছেন।

১০ মিটার এয়ার পিস্তলের জুনিয়র বিভাগে সেরা হওয়া বিকেএসপি শুটিং ক্লাবের তুরিং (২২৩.৮ স্কোর) পেছনে ফেলেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের সাম্মি আক্তারকে (২২২.৩)। কুষ্টিয়া রাইফেল ক্লাবের সায়মা খানম মৌলী হয়েছেন তৃতীয়।

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল সেরা হয়েছেন আতকিয়া। ২৪৪.৬ স্কোর নিয়ে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের এই শুটার পেছনে ফেলেন নারায়নগঞ্জ রাইফেল ক্লাবের সুরাইয়া আক্তারকে (২৪২.৮)। নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের শারমিন আক্তার তৃতীয় হয়েছেন।

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র বিভাগে ২৪৩.০ স্কোর নিয়ে সেরা হয়েছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের মাহফুজা। এই ইভেন্টে নৌবাহিনী শুটিং ক্লাবের শারমিন আক্তার (২৪০.৩) দ্বিতীয় ও বিকেএসপি শুটিং ক্লাবের সোহেলী আক্তার তৃতীয় হয়েছেন।