চিটাগং ওপেনে সেরা সিদ্দিকুর

ছয় শটের ব্যবধানে চিটাগং ওপেনের শিরোপা জিতেছেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2017, 12:16 PM
Updated : 1 April 2017, 12:16 PM

চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শনিবার চতুর্থ ও শেষ রাউন্ডে তিনটি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ১৬ শট কম খেলে সেরা হন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।

এ নিয়ে পেশাদার গলফ টুর অব ইন্ডিয়ার (পিজিটিআই) কোনো টুর্নামেন্টের ষষ্ঠ শিরোপা জিতলেন সিদ্দিকুর।

সব মিলিয়ে পারের চেয়ে ১০ শট কম খেলে চট্টগ্রামের আসরে দ্বিতীয় হয়েছেন ভারতের সঞ্জিব কুমার।

সেরা দশে থেকে চিটাগং ওপেন শেষ করেছেন বাংলাদেশের আরও‍ দুজন গলফার। সব মিলিয়ে পারের সমান শট খেলে জামাল হোসেন নবম ও পারের চেয়ে এক শট বেশি খেলে যৌথভাবে দশম হয়েছেন জাকিরুজ্জামান জাকির।

আগামী ২০ এপ্রিলে জাপানে শুরু হবে এশিয়ান ট্যুরের আসর প্যানাসনিক ওপেন। এই টুর্নামেন্টে খেলার পর চাইনিজ-তাইপের আসরেও খেলবেন সিদ্দিকুর। চট্টগ্রামে পাওয়া সাফল্য দেশের বাইরেও টেনে নিতে প্রত্যয়ী তিনি।

“নিজেদের কোর্সে শিরোপা জিততে পেরে খুবই ভালো লাগছে। এই টুর্নামেন্টের জন্য আলাদাভাবে অনুশীলন করেছিলাম, সেগুলো বেশ ভালোভাবে কাজে দিয়েছে বলেই পারের চেয়ে এত কম শট খেলে জিতেছি।”

“অবশ্যই এখানে জয়ের ফলে আমার আত্মবিশ্বাস বেড়েছে এবং আশা করি, জাপান ও চাইনিজ তাইপের প্রতিযোগিতায় এটা খুব কাজে লাগবে।”